Ajker Patrika

স্বাধীনতার ৫১ বছর পর শহীদ মিনার পেল ডোমারবাসী

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
স্বাধীনতার ৫১ বছর পর শহীদ মিনার পেল ডোমারবাসী

নীলফামারীর ডোমার উপজেলায় স্বাধীনতার ৫১ বছর পর নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। দৃষ্টিনন্দন এই শহীদ মিনার নির্মিত হওয়ায় আনন্দিত এলাকার সকল মানুষ। আজ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারটির উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। 

উদ্বোধন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করেন। এরপর তা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  

এর আগে ডোমারে কেন্দ্রীয়ভাবে কোন শহীদ মিনার ছিল না। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রায় ৫৫ ফুট লম্বা এই শহীদ মিনারটি নির্মাণে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়। শহীদ মিনার নির্মাণের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাঁদের সকলকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 

মানবাধিকার কর্মী আবদুল্লাহ ইবনে খালিদ জানান, অবশেষে ডোমারে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপিত হলো। এর মাধ্যমে ডোমারের নতুন প্রজন্ম এ দিবসকে আরও নতুন করে জানতে পারবে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কাণিজ ডোমার থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত