Ajker Patrika

বৃষ্টিতে সড়কে হেলে পড়েছে বিদ্যুতের ৫ খুঁটি, যানচলাচল ব্যাহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বৃষ্টিতে সড়কে হেলে পড়েছে বিদ্যুতের ৫ খুঁটি, যানচলাচল ব্যাহত

কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কে হেলে পড়েছে বিদ্যুতের পাঁচটি খুঁটি। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন পরিবহন যাত্রীরা। আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপে বেলা ২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। 

ওই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক জাকিরুল ইসলাম জানান, ‘সকালে ঠুটিয়াপাকুর এলাকায় কয়েকটি বিদ্যুতের খুঁটি সড়কে হেলে পড়ে। এতে ছোট আকারের যানবাহনগুলো একপাশ দিয়ে যাতায়াত করে। পরে একটি যাত্রীবাহী বাস সড়ক ঘেঁষে পার হতে গিয়ে কাঁদায় আটকে যায়।

এরপর থেকে ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অটোরিকশা চালকদের বিকল্প সড়ক টেংরা-বাদিয়াখালি সড়কের বোর্ডের ঘর দিয়ে অতিরিক্ত আট কিলোমিটার সড়ক অতিক্রম চলাচল করতে হয়।’ 

গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী আবেদুর রহমান সবুজ জানান, ‘বেলা দেড়টার দিকে আদালত থেকে অটোরিকশা করে পলাশবাড়ীতে ফিরছিলাম। পথে ঠুটিয়াপাকুর এলাকায় যানচলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে অপর প্রান্তে অপেক্ষমাণ অটোরিকশায় করে পলাশবাড়ীতে পৌঁছাই।’ 

ঠুটিয়াপাকুর একরাম উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক শামীম মিয়া জানান, ‘গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ঠুটিয়াপাকুর মুটির তেকানী থেকে ঠুটিয়াপাকুর পর্যন্ত ৩০০ ফিট এলাকায় কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় কয়েকঘন্টা যানচলাচলে বিঘ্ন ঘটে। এতে ওই সড়কে চলাচলকারীদের বেশ ভোগান্তির শিকার হতে হয়।’ 

নেসকো আবাসিক প্রকৌশলী শামস্ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুদিন ধরে টানা বৃষ্টির কারণে গোড়া নরম হয়ে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় বিদ্যুতের পাঁচটি খুঁটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে হেলে পড়ে। পরে পুলিশের সহায়তায় রেকারের মাধ্যমে হেলে পড়া খুঁটি সরিয়ে ফেললে যানচলাচল স্বাভাবিক হয়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের টিম সংস্কার কাজ করছে।’ আজকালের মধ্যে হেলে পড়া খুঁটিগুলো পুনঃ স্থাপন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত