বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে আব্দুল মজিদ হত্যা মামলার প্রধান আসামি কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক মানিক (৫৫) প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ প্রকাশ করছে নিহত ব্যক্তির পরিবারসহ এলাকার লোকজন। থানা-পুলিশ বলছে, গ্রেপ্তারে বাধা নেই, তবে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিহত আব্দুল মজিদ দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরেরহাট তকেয়া গ্রামে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে আব্দুল মজিদকে ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়ি শংকরপুর সরকার পাড়ায় তুলে নিয়ে মারধর করেন ইউপি চেয়ারম্যান মানিক, তাঁর ছেলে তমালসহ কয়েকজন। এরপর ওই দিন রাত ৮টার দিকে মজিদ চেয়ারম্যানের বাড়ির ঘাটের ওপর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দুই ব্যক্তি তাঁকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় প্রচার চালানো হয় মজিদ উপজেলা সিও রোডে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করলে ওই দুই ব্যক্তি হাসপাতাল থেকে সটকে পড়েন। ঘটনার ছয় দিন পর ২ জুন মজিদের স্ত্রী বিলকিস বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, মজিদের সঙ্গে সাবেক ইউপি সদস্য সাইদারের সখ্য ছিল। সাইদার নানা কৌশলে তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তাঁকে মেরে ফেলা হয়।
এদিকে ওই দিনই এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য সাইদারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে দুদিনের রিমান্ড নিলে তিনি চেয়ারম্যান মানিকের নেতৃত্বে মজিদকে হত্যার দায় স্বীকার করেন।
মামলার বাদী বিলকিস বলেন, ‘২০-২৫ দিন আগে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার তাঁর অফিসে ডেকে নিয়ে বলেন, ‘‘আপনার স্বামীকে মানিকসহ তাঁর লোকজন হত্যা করেছেন। একজনকে রিমান্ডে নেওয়ার পর এ তথ্য পাওয়া গেছে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’’ কিন্তু মানিক চেয়ারম্যান এলাকায় ফুলের মালা নিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না।’
নিহত আব্দুল মজিদের ছেলে সাকিব অভিযোগ করে বলেন, ‘বাবাকে মারপিটে হত্যা করল চেয়ারম্যান মানিক ও তাঁর লোকজন। অথচ পুলিশ তাঁকে ধরছে না। তিনি হত্যা মামলার মূল আসামি হয়েও প্রকাশ্যে ফুলের মালা গলায় দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এতে আমরা হতাশ।’
এদিকে স্থানীয় লোকজন বলছেন, মানিক চেয়ারম্যান বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়েছেন। সম্প্রতি সপরিবার তিনি কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলেন। ঈদের আগে তিনি খাদ্যগুদাম থেকে ভিজিএফের চাল তোলেন। গত সোমবার দুপুরে তিনি তাঁর ইউনিয়নের মহদীপুর উচ্চবিদ্যালয়ে যান। সেখানে তাঁর হাতে ফুলের তোড়া দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও দলিল লেখক জাদু মিয়া। এরপর ওই স্কুলের প্রাক্তন এক ছাত্রী তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেন। এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকার মানুষ বিস্মিত হন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমি চেয়ারম্যান মানিককে আমন্ত্রণ জানাইনি। হঠাৎ সোমবার দুপুরে তিনি বিদ্যালয়ে আসেন। আমার কার্যালয়ে তাঁকে চা-নাশতা করার সময়ে দলিল লেখক জাদু লোকজন নিয়ে চেয়ারম্যানকে ফুলের তোড়া দেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তাঁর গলায় ফুলের মালা দেন। আমার কক্ষে এসব হবে তা আমি আগে জানতাম না।’
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নূর আলম সিদ্দিক বলেন, মজিদ হত্যার মামলার আসামি ইউপি চেয়ারম্যান মানিকসহ বেশ কয়েকজন। অচিরেই তাঁকেসহ অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা হবে।
নাম প্রকাশ অনিচ্ছুক থানা-পুলিশের একজন বলেন, ‘ওপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত মানিককে গ্রেপ্তার করতে পারছে না থানা-পুলিশ।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মানিককে গ্রেপ্তারে বাধা নেই। তবে তাঁকে খুঁজে পাচ্ছি না।’ এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তাঁর ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়ানোর ঘটনা কেউ আমাকে জানায়নি।’
এ নিয়ে রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলব।’
রংপুরের বদরগঞ্জে আব্দুল মজিদ হত্যা মামলার প্রধান আসামি কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হক মানিক (৫৫) প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ প্রকাশ করছে নিহত ব্যক্তির পরিবারসহ এলাকার লোকজন। থানা-পুলিশ বলছে, গ্রেপ্তারে বাধা নেই, তবে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিহত আব্দুল মজিদ দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরেরহাট তকেয়া গ্রামে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে আব্দুল মজিদকে ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়ি শংকরপুর সরকার পাড়ায় তুলে নিয়ে মারধর করেন ইউপি চেয়ারম্যান মানিক, তাঁর ছেলে তমালসহ কয়েকজন। এরপর ওই দিন রাত ৮টার দিকে মজিদ চেয়ারম্যানের বাড়ির ঘাটের ওপর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দুই ব্যক্তি তাঁকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় প্রচার চালানো হয় মজিদ উপজেলা সিও রোডে হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে যান। ওই দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করলে ওই দুই ব্যক্তি হাসপাতাল থেকে সটকে পড়েন। ঘটনার ছয় দিন পর ২ জুন মজিদের স্ত্রী বিলকিস বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, মজিদের সঙ্গে সাবেক ইউপি সদস্য সাইদারের সখ্য ছিল। সাইদার নানা কৌশলে তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তাঁকে মেরে ফেলা হয়।
এদিকে ওই দিনই এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য সাইদারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে দুদিনের রিমান্ড নিলে তিনি চেয়ারম্যান মানিকের নেতৃত্বে মজিদকে হত্যার দায় স্বীকার করেন।
মামলার বাদী বিলকিস বলেন, ‘২০-২৫ দিন আগে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার তাঁর অফিসে ডেকে নিয়ে বলেন, ‘‘আপনার স্বামীকে মানিকসহ তাঁর লোকজন হত্যা করেছেন। একজনকে রিমান্ডে নেওয়ার পর এ তথ্য পাওয়া গেছে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা হবে।’’ কিন্তু মানিক চেয়ারম্যান এলাকায় ফুলের মালা নিয়ে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না।’
নিহত আব্দুল মজিদের ছেলে সাকিব অভিযোগ করে বলেন, ‘বাবাকে মারপিটে হত্যা করল চেয়ারম্যান মানিক ও তাঁর লোকজন। অথচ পুলিশ তাঁকে ধরছে না। তিনি হত্যা মামলার মূল আসামি হয়েও প্রকাশ্যে ফুলের মালা গলায় দিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এতে আমরা হতাশ।’
এদিকে স্থানীয় লোকজন বলছেন, মানিক চেয়ারম্যান বেশ কয়েকটি ছবি ফেসবুকে দিয়েছেন। সম্প্রতি সপরিবার তিনি কুয়াকাটায় ভ্রমণে গিয়েছিলেন। ঈদের আগে তিনি খাদ্যগুদাম থেকে ভিজিএফের চাল তোলেন। গত সোমবার দুপুরে তিনি তাঁর ইউনিয়নের মহদীপুর উচ্চবিদ্যালয়ে যান। সেখানে তাঁর হাতে ফুলের তোড়া দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও দলিল লেখক জাদু মিয়া। এরপর ওই স্কুলের প্রাক্তন এক ছাত্রী তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেন। এই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকার মানুষ বিস্মিত হন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমি চেয়ারম্যান মানিককে আমন্ত্রণ জানাইনি। হঠাৎ সোমবার দুপুরে তিনি বিদ্যালয়ে আসেন। আমার কার্যালয়ে তাঁকে চা-নাশতা করার সময়ে দলিল লেখক জাদু লোকজন নিয়ে চেয়ারম্যানকে ফুলের তোড়া দেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তাঁর গলায় ফুলের মালা দেন। আমার কক্ষে এসব হবে তা আমি আগে জানতাম না।’
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নূর আলম সিদ্দিক বলেন, মজিদ হত্যার মামলার আসামি ইউপি চেয়ারম্যান মানিকসহ বেশ কয়েকজন। অচিরেই তাঁকেসহ অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা হবে।
নাম প্রকাশ অনিচ্ছুক থানা-পুলিশের একজন বলেন, ‘ওপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত মানিককে গ্রেপ্তার করতে পারছে না থানা-পুলিশ।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মানিককে গ্রেপ্তারে বাধা নেই। তবে তাঁকে খুঁজে পাচ্ছি না।’ এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তাঁর ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়ানোর ঘটনা কেউ আমাকে জানায়নি।’
এ নিয়ে রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলব।’
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
১৮ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৩৮ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগেমাগুরায় বড় বোনের বাড়িতে ‘ধর্ষণ ও নির্যাতনের’ শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। বোনের শ্বশুর ঘুম থেকে তুলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন...
১ ঘণ্টা আগে