বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জের ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে নিজ ক্ষমতা বলে দুই দিন বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে। গত সোমবার সকাল ৯টায় দিনাজপুরের একটি বিনোদন পার্কে পিকনিকে নিয়ে যান প্রধান শিক্ষক। এ কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকেও বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।
এদিকে বিদ্যালয় বন্ধ রেখে পিকনিকের আয়োজন করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা। আব্দুল হক নামের এক অভিভাবক বলেন, ‘পিকনিকের জন্য দুদিন স্কুল বন্ধ দিয়েছেন প্রধান শিক্ষক।’
জানা গেছে, ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীকে নিয়ে গত সোমবার (৪ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের একটি বিনোদন পার্কে যান প্রধান শিক্ষক। এ কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকেও বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা যায়।
আরেক অভিভাবক আফজাল হোসেন বলেন, ‘স্কুল সপ্তাহে শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। এই দুদিনের যে কোনো একদিন পিকনিকে গেলে তো আর স্কুল বন্ধ থাকত না। পিকনিকের নামে স্কুল দুদিন বন্ধ থাকায় বাচ্চাদের লেখাপড়ার অনেক ক্ষতি হলো। এটা কে দেখবেন?’
নাম প্রকাশ না করার শর্তে আরেক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রভাবশালী। নিজ স্কুলের পাশে তাঁর দুটি ইটভাটা রয়েছে। বদরগঞ্জ পৌর শহরে তাঁর রড-সিমেন্টের ব্যবসাও রয়েছে। এসব ব্যবসা দেখভালের কারণে তিনি বেশির ভাগ সময়ে স্কুল ফাঁকি দেন। তাঁকে দেখার যেন কেউ নেই।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘আমরা চেয়েছিলাম বন্ধের দিন পিকনিকে যেতে। কিন্তু প্রধান শিক্ষক তার ক্ষমতা বলে সোমবার পিকনিকের আয়োজন করেন। এমনকি মঙ্গলবারও বিদ্যালয় বন্ধ ঘোষণা দেন।’
বিদ্যালয়ের এক কর্মচারী অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ে দু-এক ঘণ্টার জন্য আসেন। কোনো দিন মাত্র দু’একটা ক্লাস নেন। বিদ্যালয় ফাঁকি দিয়ে তিনি বেশির ভাগ সময়ে থাকেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় শিক্ষা অফিসার স্যারও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। প্রধান শিক্ষকের অনিয়মের কারণে অন্যান্য শিক্ষকেরাও ক্লাস নেন ঢিলেঢালাভাবে। এ কারণে স্কুলের লেখাপড়ার মান অনেকটাই নিম্ন পর্যায়ে।’
দুদিন স্কুল বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘পিকনিকের জন্য দুদিন সংরক্ষিত ছুটি দিয়েছি। এতে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়ার কী আছে?’
স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে তিনি বলেন, ‘স্কুলে যখন থাকি না, তখন অফিশিয়াল কাজে থাকি; এতে অনেকেই মনে করেন স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজ ক্ষমতা বলে প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ রাখতে পারেন না। একজন প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধের সংরক্ষিত ছুটি পান বছরে তিন দিন। সেই ছুটি বছরের শুরুতে জেলা শিক্ষা অফিস থেকে পাশ করে নিতে হয়। এরপর সেই ছুটির কাগজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দিতে হয়। কিন্তু প্রধান শিক্ষক সেটি করেননি।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘দুদিন স্কুল বন্ধ রাখার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘বিদ্যালয় বন্ধ রেখে পিকনিকে যাওয়ার কোনো বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন বলেন, ‘ওই বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের বদরগঞ্জের ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীর বিরুদ্ধে নিজ ক্ষমতা বলে দুই দিন বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে। গত সোমবার সকাল ৯টায় দিনাজপুরের একটি বিনোদন পার্কে পিকনিকে নিয়ে যান প্রধান শিক্ষক। এ কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকেও বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে।
এদিকে বিদ্যালয় বন্ধ রেখে পিকনিকের আয়োজন করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা। আব্দুল হক নামের এক অভিভাবক বলেন, ‘পিকনিকের জন্য দুদিন স্কুল বন্ধ দিয়েছেন প্রধান শিক্ষক।’
জানা গেছে, ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীকে নিয়ে গত সোমবার (৪ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের একটি বিনোদন পার্কে যান প্রধান শিক্ষক। এ কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকেও বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা যায়।
আরেক অভিভাবক আফজাল হোসেন বলেন, ‘স্কুল সপ্তাহে শুক্রবার ও শনিবার বন্ধ থাকে। এই দুদিনের যে কোনো একদিন পিকনিকে গেলে তো আর স্কুল বন্ধ থাকত না। পিকনিকের নামে স্কুল দুদিন বন্ধ থাকায় বাচ্চাদের লেখাপড়ার অনেক ক্ষতি হলো। এটা কে দেখবেন?’
নাম প্রকাশ না করার শর্তে আরেক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রভাবশালী। নিজ স্কুলের পাশে তাঁর দুটি ইটভাটা রয়েছে। বদরগঞ্জ পৌর শহরে তাঁর রড-সিমেন্টের ব্যবসাও রয়েছে। এসব ব্যবসা দেখভালের কারণে তিনি বেশির ভাগ সময়ে স্কুল ফাঁকি দেন। তাঁকে দেখার যেন কেউ নেই।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘আমরা চেয়েছিলাম বন্ধের দিন পিকনিকে যেতে। কিন্তু প্রধান শিক্ষক তার ক্ষমতা বলে সোমবার পিকনিকের আয়োজন করেন। এমনকি মঙ্গলবারও বিদ্যালয় বন্ধ ঘোষণা দেন।’
বিদ্যালয়ের এক কর্মচারী অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ে দু-এক ঘণ্টার জন্য আসেন। কোনো দিন মাত্র দু’একটা ক্লাস নেন। বিদ্যালয় ফাঁকি দিয়ে তিনি বেশির ভাগ সময়ে থাকেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় শিক্ষা অফিসার স্যারও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। প্রধান শিক্ষকের অনিয়মের কারণে অন্যান্য শিক্ষকেরাও ক্লাস নেন ঢিলেঢালাভাবে। এ কারণে স্কুলের লেখাপড়ার মান অনেকটাই নিম্ন পর্যায়ে।’
দুদিন স্কুল বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘পিকনিকের জন্য দুদিন সংরক্ষিত ছুটি দিয়েছি। এতে অভিভাবকদের ক্ষুব্ধ হওয়ার কী আছে?’
স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে তিনি বলেন, ‘স্কুলে যখন থাকি না, তখন অফিশিয়াল কাজে থাকি; এতে অনেকেই মনে করেন স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজ ক্ষমতা বলে প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ রাখতে পারেন না। একজন প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধের সংরক্ষিত ছুটি পান বছরে তিন দিন। সেই ছুটি বছরের শুরুতে জেলা শিক্ষা অফিস থেকে পাশ করে নিতে হয়। এরপর সেই ছুটির কাগজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দিতে হয়। কিন্তু প্রধান শিক্ষক সেটি করেননি।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘দুদিন স্কুল বন্ধ রাখার কারণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, ‘বিদ্যালয় বন্ধ রেখে পিকনিকে যাওয়ার কোনো বিধান নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন বলেন, ‘ওই বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৮ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩২ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৬ মিনিট আগে