Ajker Patrika

ডোমারে ৭২ ঘণ্টার মধ্যে আ.লীগের কমিটি বাতিল চেয়ে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯: ৫৫
ডোমারে ৭২ ঘণ্টার মধ্যে আ.লীগের কমিটি বাতিল চেয়ে মানববন্ধন

নীলফামারীর ডোমারে গোমনাতী ইউনিয়ন সদ্য ঘোষণা করা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা। ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে রাতের আঁধারে বিএনপি ও জাতীয় পার্টির লোক দিয়ে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তাঁরা। 

আজ শনিবার দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিন শতাধিক নেতা-কর্মী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। 

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল হক সুজন, আওয়ামী লীগ নেতা মুকুন্দ রায় প্রমুখ। 

বক্তারা বলেন, ১৭ জুলাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী স্বাক্ষরিত গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ইউনিয়নের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জাতীয় পার্টির লোকজন দিয়ে ওই কমিটি করা হয় বলে অভিযোগ করেন। 

বক্তারা আরও বলেন, ‘আসন্ন ৩১ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পকেট কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি ৭২ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি করছি।’ 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল বলেন, ‘পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে তিন মাসের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। যারা অভিযোগ করেছে, তারা পদ না পাওয়ার বেদনায় অভিযোগ করছে। এটা তিন মাসের জন্য কমিটি, পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তখন তারা কমিটিতে আসতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত