গঙ্গাচড়া ও রংপুর প্রতিনিধি
থানার কক্ষে বসে অবৈধভাবে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে তাঁকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান।
গত রোববার পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিসরুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কি কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করে রংপুর জেলা পুলিশ। সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামানকে (পিবিএম) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তবে অনুসন্ধানের পর জানা যাবে সম্পূর্ণ ঘটনা।’
থানার কক্ষে বসে অবৈধভাবে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে তাঁকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান।
গত রোববার পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়।
ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিসরুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কি কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’
ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করে রংপুর জেলা পুলিশ। সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামানকে (পিবিএম) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তবে অনুসন্ধানের পর জানা যাবে সম্পূর্ণ ঘটনা।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৯ ঘণ্টা আগে