Ajker Patrika

অফিসে বসে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, পীরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

গঙ্গাচড়া ও রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৫: ১৫
অফিসে বসে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, পীরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

থানার কক্ষে বসে অবৈধভাবে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রংপুর জেলা পুলিশের প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ থানা থেকে তাঁকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান। 

গত রোববার পীরগঞ্জ থানার ভেতরে ওসির অফিসকক্ষে জাকির হোসেনকে এক ব্যক্তি দেড় লাখ টাকার ঘুষ দিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়। 

ছড়িয়ে যাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওসি জাকির হোসেনের অফিসরুমে নীল রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি প্যান্টের পকেট থেকে টাকার বান্ডিল বের করে টেবিলে দিচ্ছেন। এ সময় ওই ব্যক্তি ওসিকে বলছেন, ‘ভাই, আপনার খাট বাবদ দেওয়া হয়েছে ৬১ হাজার টাকা, আজকে দিলাম ৬০ হাজার, মোট ১ লাখ ২০ হাজার এবং বিভিন্ন কাজ বাবদ দেওয়া হয়েছে ১৫ হাজার করে মোট ৩০ হাজার। সব মিলে দেড় লাখ পার। এর পরে আপনি হিসাব করে আমাদের দেবেন।’ প্রত্যুত্তরে ওসি জাকির বলেন, ‘আমি কি কাউকে দেই?’ বলে টাকা ফেরত দেন। এরপর বলেন, ‘খাট বাবদ যেগুলো দিছেন, সেগুলো ওই লাইনের, এই লাইনের না।’ 

ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে বিষয়টিকে আমলে নিয়ে তদন্ত শুরু করে রংপুর জেলা পুলিশ। সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামানকে (পিবিএম) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। 
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। তবে অনুসন্ধানের পর জানা যাবে সম্পূর্ণ ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত