Ajker Patrika

‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআইকে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৫০
‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআইকে প্রত্যাহার

গাইবান্ধা সদর থানার ভেতরে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ‘ঘুষের টাকা’ নেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার এসআই রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে জানান গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার এসআই মানিক রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।’ 

১৮ জুন ‘জেমস রবার্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রথমে টাকা নেওয়ার ভিডিওটি ছাড়া হয়। পরে এটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, এসআই মানিক দ্রুত হেঁটে থানার এসআইদের বসার কক্ষে ঢোকেন। তিনি নির্ধারিত একটি চেয়ারে বসে দুই দফায় টাকা নিয়ে তাঁর ইউনিফর্মের বুক পকেটে রাখেন। টাকা নেওয়া শেষ হলে টাকা দেওয়া ব্যক্তিকে হাতের ইশারায় বসতে বলে তিনি উঠে যান। তবে টাকা দেওয়া ওই ব্যক্তির চেহারা ভিডিওতে দেখা যায়নি। 

ভিডিও ভাইরালের বিষয়ে এসআই মানিক রানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

এসআই মানিক রানা তিন মাস আগে জেলার পলাশবাড়ী থানা থেকে সদর থানায় বদলি হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত