Ajker Patrika

হিলি বন্দরে পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৬: ৪৮
হিলি বন্দরে পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি খরচ বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। গত তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।

আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ গত শনিবার বন্দরে বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।

হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগে ৬০ টাকায় যে পেঁয়াজ কিনেছি, এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনছি।’

স্বপন নামের এক পাইকার বলেন, ‘পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আজকের পত্রিকাকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ ডলার। তাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা।

হিলি কাস্টম অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারতীয় ১৫ ট্রাকে সাড়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত