প্রতিনিধি, রংপুর
নেশার টাকা সংগ্রহ করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার রিফাত হোসেন ওরফে আলিফ (২২) জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন।
শনিবার দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।
মো. আবু মারুফ হোসেন জানান, ছিনতাইকারী চক্রের সদস্যরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম তাজহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় ছিনতাইকারী চক্রের মূল হোতা রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন আলিফ। পরে তাঁর দেওয়া তথ্যমতে তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা একটি চাপাতি জব্দ করা হয়।
মো. আবু মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আলিফ ও তাঁর দুই সহযোগী নিয়মিত নেশা করেন। চুরি ছিনতাই করে তাঁরা নেশার টাকা সংগ্রহ করেন। নেশার টাকার জন্যই তাঁরা ওই দুজন শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাঁরা চুরি ও ছিনতাই করেন। ঘটনার দিন ওই তিনজন ছিনতাইয়ের জন্য ঘোরাঘুরি করতে থাকেন। ওই দিন তাঁরা আহত শিক্ষক ও শিক্ষার্থীকে শিকারে পরিণত করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ছিনতাইকারী চক্রের পলাতক দুজনকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগ ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাঁদেরকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থী পরাগের অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।
নেশার টাকা সংগ্রহ করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার রিফাত হোসেন ওরফে আলিফ (২২) জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন।
শনিবার দুপুরে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপকমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।
মো. আবু মারুফ হোসেন জানান, ছিনতাইকারী চক্রের সদস্যরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম তাজহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় ছিনতাইকারী চক্রের মূল হোতা রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন আলিফ। পরে তাঁর দেওয়া তথ্যমতে তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা একটি চাপাতি জব্দ করা হয়।
মো. আবু মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আলিফ ও তাঁর দুই সহযোগী নিয়মিত নেশা করেন। চুরি ছিনতাই করে তাঁরা নেশার টাকা সংগ্রহ করেন। নেশার টাকার জন্যই তাঁরা ওই দুজন শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাঁরা চুরি ও ছিনতাই করেন। ঘটনার দিন ওই তিনজন ছিনতাইয়ের জন্য ঘোরাঘুরি করতে থাকেন। ওই দিন তাঁরা আহত শিক্ষক ও শিক্ষার্থীকে শিকারে পরিণত করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ছিনতাইকারী চক্রের পলাতক দুজনকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে ও শুক্রবার ভোরে পৃথক ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগ ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাঁদেরকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থী পরাগের অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়।
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন...
৭ মিনিট আগে‘সুস্থ দেহ সুস্থ মন, হাঁটব আমি যতক্ষণ’—এই স্লোগানে চাঁদপুরে প্রথমবারের মতো ৪০০ নারী-পুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতা। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
১২ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
৩০ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে