ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে নিহত যুবকের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ওই যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নিহতের শ্বশুর জামাল উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খলিশাকুড়ি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৮) ও মেয়ে রুপা আক্তার (২১)।
নিহত যুবকের নাম মো. সুমন (২২)। তিনি উপজেলার বড় বালিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এক বছর আগে সুমনের সঙ্গে রুপা আক্তারের বিয়ে হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুমন শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী রুপার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। তখন স্ত্রীর ওড়না হাতে নিয়ে আত্মহত্যার হুমকি দেন। পরে রাত ৯টার দিকে ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন সুমনকে উদ্ধার করে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে তদন্ত চলছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে নিহত যুবকের বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ওই যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে আজ (শনিবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নিহতের শ্বশুর জামাল উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খলিশাকুড়ি গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৮) ও মেয়ে রুপা আক্তার (২১)।
নিহত যুবকের নাম মো. সুমন (২২)। তিনি উপজেলার বড় বালিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এক বছর আগে সুমনের সঙ্গে রুপা আক্তারের বিয়ে হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুমন শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী রুপার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। তখন স্ত্রীর ওড়না হাতে নিয়ে আত্মহত্যার হুমকি দেন। পরে রাত ৯টার দিকে ঘরের দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন সুমনকে উদ্ধার করে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে তদন্ত চলছে।’
জানতে চাইলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায়
১৩ মিনিট আগেঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধরে রক্তাক্ত হওয়া সেই প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরের নির্বাহী আদালত। নরওয়ে থেকে আসা সেই প্রবাসীকে জরিমানা করতে গতকাল বুধবার গভীর রাতে বিমানবন্দরে নির্বাহী আদালত কোর্ট হাজির করা হয়...
২৩ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগলে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
২৯ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে মহিদুল ইসলাম মহিদ (২৪) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তাওহিদ (২৫)। গতকাল বুধবার রাতে উপজেলার আতাইকুলা-ডেমড়া সড়কের ভবানীপুর তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে