Ajker Patrika

ইউএনওর জন্মদিন, ফুল আর কেক নিয়ে সদলবলে হাজির এমপি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯: ৫৯
ইউএনওর জন্মদিন, ফুল আর কেক নিয়ে সদলবলে হাজির এমপি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান। 

এ বিষয়ে ইউএনও বলেন, ‘এমপি মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের জন্মদিন মনে রেখেছেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, এ ছাড়া কেক নিয়ে এসে কাটার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং কেটেছেন, যা আমার আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’ 

শামীম হায়দার বলেন, ‘আজ ২৬ মার্চ। একটি বিশেষ দিন। এই দিনে সুন্দরগঞ্জের সুযোগ্য ইউএনওর জন্মদিন। অফুরন্ত শুভেচ্ছা তাঁকে। তাঁর কর্মজীবন প্রাণচাঞ্চল্য হোক, দেশপ্রেমমুখর হোক। কর্মজীবনে উনি সাফল্যের শিখরে অবস্থান করুক সকলের ভালোবাসায়, সকলের শ্রদ্ধায় এই কামনা করি।’ 

এ সময় এমপির সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার, সহসভাপতি মাওলানা আবুল হোসেন, তারাপুর ইউনিয়ন সভাপতি মো. শফিকুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রাফি ও ছাত্রসমাজ নেতা রাসেল প্রামানিকসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত