জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শিল্পনগরীর বিভিন্ন কারখানার কারণে মহাসড়কে দীর্ঘদিন ধরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে মহাসড়কের উভয় পাশের অসংখ্য শিল্প-কারখানার এবং বিশেষ করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএলের প্রায় ১৫ হাজার কর্মীর আসা-যাওয়ার সময় যানজট অনেক বেড়ে যায়।
পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি যানজট থাকে। এ দুই সময়ে প্রাণ-আরএফএলের কর্মীদের একদল প্রবেশ করেন এবং আরেক দলের ছুটি হয়। এই কর্মীদের পরিবহনের জন্য স্থানীয় শত শত গাড়ি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো অপরিকল্পিতভাবে অবস্থান করায় মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অন্যান্য গাড়ি যানজটে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন রকম অপরাধী, বিশেষ করে ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগসহ নানা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
অনেক সময় ঢাকা-সিলেট রেললাইনের ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ গাড়িগুলোর যেকোনো সময়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাতের রাস্তায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। এভাবে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাও বেড়ে যাচ্ছে। একজন সর্বস্ব হারিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না। স্থানীয়রা বলছেন, এলাকার ছিঁচকে চোরেরাই কখনো ছিনতাই, কখনো ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
যানজটের ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রুপের জিএম হাসান মঞ্জুরুল হক বলেন, `আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কীভাবে যানজটমুক্ত রাখা যায় সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যাতে তারা সেই দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যাতে সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারে চিন্তা করছি। কর্মীদের কীভাবে গ্রুপ করে বের করা যায়, সে বিষয়টিও বিবেচনায় আছে।'
স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো যদি কর্মী বহনের জন্য ব্যবহৃত গাড়িগুলো নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করে, তবে খুব সহজেই যানজট নিরসন সম্ভব।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, `যানজটের ব্যাপারে আমরা এরই মধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বরত জিএম সাহেবকে চিঠি দিয়েছি। আমার মনে হচ্ছে তাঁরা কোনো রকম কর্ণপাত করছেন না। আমি মনে করি তাঁরা ইচ্ছে করে এ রকম যানজটের সৃষ্টি করছেন; মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।' বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, এরই মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি পরিস্থিতি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শিল্পনগরীর বিভিন্ন কারখানার কারণে মহাসড়কে দীর্ঘদিন ধরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে মহাসড়কের উভয় পাশের অসংখ্য শিল্প-কারখানার এবং বিশেষ করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএলের প্রায় ১৫ হাজার কর্মীর আসা-যাওয়ার সময় যানজট অনেক বেড়ে যায়।
পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি যানজট থাকে। এ দুই সময়ে প্রাণ-আরএফএলের কর্মীদের একদল প্রবেশ করেন এবং আরেক দলের ছুটি হয়। এই কর্মীদের পরিবহনের জন্য স্থানীয় শত শত গাড়ি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো অপরিকল্পিতভাবে অবস্থান করায় মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অন্যান্য গাড়ি যানজটে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন রকম অপরাধী, বিশেষ করে ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগসহ নানা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
অনেক সময় ঢাকা-সিলেট রেললাইনের ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ গাড়িগুলোর যেকোনো সময়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাতের রাস্তায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। এভাবে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাও বেড়ে যাচ্ছে। একজন সর্বস্ব হারিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না। স্থানীয়রা বলছেন, এলাকার ছিঁচকে চোরেরাই কখনো ছিনতাই, কখনো ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
যানজটের ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রুপের জিএম হাসান মঞ্জুরুল হক বলেন, `আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কীভাবে যানজটমুক্ত রাখা যায় সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যাতে তারা সেই দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যাতে সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারে চিন্তা করছি। কর্মীদের কীভাবে গ্রুপ করে বের করা যায়, সে বিষয়টিও বিবেচনায় আছে।'
স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো যদি কর্মী বহনের জন্য ব্যবহৃত গাড়িগুলো নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করে, তবে খুব সহজেই যানজট নিরসন সম্ভব।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, `যানজটের ব্যাপারে আমরা এরই মধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বরত জিএম সাহেবকে চিঠি দিয়েছি। আমার মনে হচ্ছে তাঁরা কোনো রকম কর্ণপাত করছেন না। আমি মনে করি তাঁরা ইচ্ছে করে এ রকম যানজটের সৃষ্টি করছেন; মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।' বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, এরই মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি পরিস্থিতি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
৩ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১৪ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
২০ মিনিট আগে