Ajker Patrika

কারাগার থেকে মুক্তি পেলেন ঝুমন দাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ৪২
কারাগার থেকে মুক্তি পেলেন ঝুমন দাশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে মুক্ত হলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ। উচ্চ আদালত থেকে জামিনের পর গতকাল বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন ঝুমন দাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমনের আইনজীবী পংকজ কুমার তালুকদার। এ সময় ঝুমন দাশের স্ত্রী সুইটি রানী দাশসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে গত ৩১ আগস্ট শাল্লা থানার পুলিশ থানায় নিয়ে ঝুমন দাশকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয় ঝুমনকে। পরদিন ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

১৩ নভেম্বর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে ভবিষ্যতে তিনি ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক কোনো পোস্ট দেবেন না—এই মুচলেকায় তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন আদালত।

ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দী মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ছয় মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের ওই গ্রামে তাণ্ডব চালিয়েছিল মামুনুল হকের অনুসারীরা।

কারামুক্ত হয়ে ঝুমন দাস বলেন, ‘যে কয়টা শর্তে আমি জামিন পেয়েছি সেগুলো মেনে চলব। আমি ফেসবুকে কোনো বিতর্কিত মন্তব্য করব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত