Ajker Patrika

সিলেটের ২৪ ঝুঁকিপূর্ণ ভবন ১০ দিনের জন্য বন্ধ

প্রতিনিধি
সিলেটের ২৪ ঝুঁকিপূর্ণ ভবন ১০ দিনের জন্য বন্ধ

সিলেট: সিলেট ২৪টি ঝুঁকিপূর্ণ ভবন আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিটি করপোরেশন। রোববার বিকেলে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সিসিকের অভিযানের পর এ তথ্য জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ অঞ্চলে গত দুই দিনে মোট পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এবিষয়ে মেয়র আরিফুল বলেন, ভূ-বিশেষজ্ঞদের মতে একসাথে কয়েকবার ছোট ভূকম্পনের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ওই এলাকায় বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে। সেজন্য বাড়তি সতর্কতার অংশ হিসেবে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আগামী ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব ভবনের তালিকায় মার্কেট, দোকানপাট, বাসাবাড়ি ও পুরোনো সরকারি দপ্তরও রয়েছে।

মেয়র জানান, ২০০৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে নগরীর ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়। পরে কয়েকটি ভবন ভেঙে দেওয়া হয়। ২০১৯ সালে নতুন করে সার্ভে করে নগরীর ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর বাইরে গতকাল শনিবার ভূমিকম্পে হেলে পড়া আরও দুটি ভবনকে নতুন করে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

ঝুঁকিপূর্ণ ভবনগুলো হলো—জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন-৩, জেলরোডে সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, সুরমা মার্কেট, বন্দরবাজারে সিটি সুপার মার্কেট, জিন্দাবাজারের মিতালি ম্যানশন, দরগাগেটের হোটেল আজমীর, বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ।

এ ছাড়াও তালিকায় আছে—নগরীর শেখঘাট এলাকায় শুভেচ্ছা-২২৬ নম্বর ভবন, যতরপুরের নবপুষ্প ২৬ /এ বাসা, চৌকিদেখির ৫১ / ৩ সরকার ভবন, জিন্দাবাজারের রাজা ম্যানশন, খারপাড়ার মিতালী-৭৪, মির্জাজাঙ্গাল মেঘনা এ-৩৯ / ২, পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাগবাড়ির একতা ৩৭৭ / ৭ ওয়ারিছ মঞ্জিল, একই এলাকার একতা ৩৭৭ / ৮ হোসেইন মঞ্জিল, একতা-৩৭৭ / ৯ শাহনাজ রিয়াজ ভিলা, জেন্টস গ্যালারি, বনকলাপাড়া নুরানি-১৪, ধোপাদিঘির দক্ষিণ পাড়ের পৌরবিপণী মার্কেট ও ধোপাদিঘীরপাড়ের পৌর শপিং সেন্টার ও পনিটুলা এলাকায় ১৬ / ১ নম্বর আহাদ টাওয়ার।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, বারবার নোটিশ দেওয়ার পরও সংশ্লিষ্টরা ভবনগুলো খালি করেননি। এবার এসব ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে কঠোর অবস্থানে যাবে সিটি করপোরেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত