Ajker Patrika

শায়েস্তাগঞ্জে বিআরটিসির ট্রাক চাপায় কিশোর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে বিআরটিসির ট্রাক চাপায় কিশোর নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসির ট্রাক চাপায় আনোয়ার মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার বেলা ১২টায় শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাকিব মিয়া (২১) নামে এক শ্রমিক আহত হন। 

নিহত আনোয়ার মিয়া মৌলভীবাজারের শমশেরনগর উপজেলার আদিপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করত। আহত রাকিব মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আজ সকালে আনোয়ার মিয়াসহ কয়েকজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে বিদ্যুৎ খুঁটি নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেটগামী বিআরটিসির একটি ট্রাক আনোয়ারকে চাপা দেয়। এতে সে ও তার একজন সহকর্মী আহত হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত