সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত যুবকের নাম জালাল উদ্দিন (২৭)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের মো. ছোবান মিয়ার ছেলে। নিহত হয়েছেন—জালাল উদ্দিনের স্ত্রী সামিয়া বেগম (১৯)। তিনি জামালগঞ্জ উপজেলার গোলাম জিলানীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. খায়রুল কবীর রোমেন। এ সময় তিনি বলেন, ‘এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ ও সামিয়ার পরিবার সন্তুষ্ট।’
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ অক্টোবর জালাল উদ্দিন তাঁর স্ত্রী সামিয়া বেগমকে ঘুমের মধ্যে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে সামিয়ার দাদা আব্দুল গফুর বাদী হয়ে জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৩ বছর আদালতে মামলা চলার পর বৃহস্পতিবার সামিয়া বেগমের স্বামী জালাল উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালে জালাল উদ্দিনের সঙ্গে সামিয়া বেগমের বিয়ের পর থেকেই সামিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। জালাল উদ্দিন জোর করে বিয়ের সময় পাওয়া তাঁর স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে দেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে ২০২০ সালের ২৪ অক্টোবর সামিয়া তাঁর বাপের বাড়ি যান এবং ৩০ অক্টোবর জালাল উদ্দিন স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। ওই রাতেই বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জালাল উদ্দিন তাঁর স্ত্রী সামিয়াকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় জামালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত যুবকের নাম জালাল উদ্দিন (২৭)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের মো. ছোবান মিয়ার ছেলে। নিহত হয়েছেন—জালাল উদ্দিনের স্ত্রী সামিয়া বেগম (১৯)। তিনি জামালগঞ্জ উপজেলার গোলাম জিলানীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. খায়রুল কবীর রোমেন। এ সময় তিনি বলেন, ‘এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ ও সামিয়ার পরিবার সন্তুষ্ট।’
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ অক্টোবর জালাল উদ্দিন তাঁর স্ত্রী সামিয়া বেগমকে ঘুমের মধ্যে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরে সামিয়ার দাদা আব্দুল গফুর বাদী হয়ে জামালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৩ বছর আদালতে মামলা চলার পর বৃহস্পতিবার সামিয়া বেগমের স্বামী জালাল উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালে জালাল উদ্দিনের সঙ্গে সামিয়া বেগমের বিয়ের পর থেকেই সামিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। জালাল উদ্দিন জোর করে বিয়ের সময় পাওয়া তাঁর স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে দেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। একপর্যায়ে ২০২০ সালের ২৪ অক্টোবর সামিয়া তাঁর বাপের বাড়ি যান এবং ৩০ অক্টোবর জালাল উদ্দিন স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান। ওই রাতেই বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জালাল উদ্দিন তাঁর স্ত্রী সামিয়াকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় জামালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
৪ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৭ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১১ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১৫ মিনিট আগে