Ajker Patrika

গোয়াইনঘাটে নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৯
গোয়াইনঘাটে নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মর্টার শেল উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পিয়াইন নদে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সংশ্লিষ্টদের খবর দিয়েছি।’

স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে দিকে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদের নয়াগাঙ্গের পাড় নামক স্থানে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তুর মতো অনুভব হয়। পরে তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখেন উদ্ধার হওয়া বস্তুটি মর্টার শেল। 

স্থানীয় শ্রমিকেরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও জাফলংয়ে মর্টার শেল উদ্ধার করে ধ্বংসও করা হয়।

ওসি রফিকুল বলেন, ‘একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বোমবিশেষজ্ঞরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত