নিজস্ব প্রতিবেদক ও শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট চলছে। ফলে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের পরিমাণ কমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। যানবাহন কম থাকার সুযোগে আগের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করছেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
আজ শনিবার শহর ঘুরে দেখা যায়, আগের তুলনায় সিএনজিচালিত অটোরিকশার পরিমাণ অনেক কমে গেছে। সেই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা যাত্রীদের থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শাবিপ্রবি গেট থেকে নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দর, সুবিদবাজার, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ অন্যান্য স্থানে রিকশাচালকেরাও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করছেন।
অটোরিকশাচালক আখতার হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশে উপলক্ষে গাড়ি কম। আবার অনেক জায়গায় পুলিশ যেতে দিচ্ছে না। তবে আমাদের পরিবহন শ্রমিক নেতার নিজেরা নিজেদের দায় নিয়ে চালাতে বলেছেন। শহরে সিএনজিচালিত অটোরিকশা কম, কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। এই সুযোগে অনেকেই বেশি ভাড়া দাবি করছেন।’
শাবিপ্রবির শিক্ষার্থী নোমান মিয়া বলেন, ‘সিলেটে সিএনজিচালকদের অতিরিক্ত ভাড়া দাবি করা অনেক পুরোনো অভ্যাস। তারা নতুন কোনো অজুহাত পেলেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেয়। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।’
সিলেট নগরের সুবিদবাজারের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘চালকেরা সিএনজি ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। বিকল্প হিসেবে রিকশা থাকলেও এর ভাড়াও অনেক বেশি। এ বিষয়ে প্রশাসনের কোনো তদারক চোখে পড়ছে না। তাই আমাদের মতো সাধারণ মানুষেরই যত ভোগান্তি।’
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট চলছে। ফলে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের পরিমাণ কমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। যানবাহন কম থাকার সুযোগে আগের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করছেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
আজ শনিবার শহর ঘুরে দেখা যায়, আগের তুলনায় সিএনজিচালিত অটোরিকশার পরিমাণ অনেক কমে গেছে। সেই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা যাত্রীদের থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শাবিপ্রবি গেট থেকে নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দর, সুবিদবাজার, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ অন্যান্য স্থানে রিকশাচালকেরাও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করছেন।
অটোরিকশাচালক আখতার হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশে উপলক্ষে গাড়ি কম। আবার অনেক জায়গায় পুলিশ যেতে দিচ্ছে না। তবে আমাদের পরিবহন শ্রমিক নেতার নিজেরা নিজেদের দায় নিয়ে চালাতে বলেছেন। শহরে সিএনজিচালিত অটোরিকশা কম, কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। এই সুযোগে অনেকেই বেশি ভাড়া দাবি করছেন।’
শাবিপ্রবির শিক্ষার্থী নোমান মিয়া বলেন, ‘সিলেটে সিএনজিচালকদের অতিরিক্ত ভাড়া দাবি করা অনেক পুরোনো অভ্যাস। তারা নতুন কোনো অজুহাত পেলেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেয়। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।’
সিলেট নগরের সুবিদবাজারের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘চালকেরা সিএনজি ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। বিকল্প হিসেবে রিকশা থাকলেও এর ভাড়াও অনেক বেশি। এ বিষয়ে প্রশাসনের কোনো তদারক চোখে পড়ছে না। তাই আমাদের মতো সাধারণ মানুষেরই যত ভোগান্তি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে...
৩৪ মিনিট আগেরাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।
১ ঘণ্টা আগেনেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৫ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৭ ঘণ্টা আগে