কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সনজিত কুমার দাস উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক।
সনজিত কুমার দাস অভিযোগ করেন, আজ ভোরে দুর্বৃত্তরা তাঁর বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুন পাশের বসতঘরের দিকে ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাকটি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ১০ আগস্ট রাতে গ্যারেজ থেকে ৪০০ কেজি রড চুরি হয়। ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০–৭০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়। এর দুই দিন পর (১০ অক্টোবর) বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসব ব্যাপারে আজ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ভোরে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। কিন্তু, কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (সনজিত দাস) পক্ষ থেকে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তাঁরা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ বা ট্রাক পুড়ে যাওয়ার ও রড চুরির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে তা দ্রুত নিভিয়ে ফেলেন। আজ শনিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সনজিত কুমার দাস উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক।
সনজিত কুমার দাস অভিযোগ করেন, আজ ভোরে দুর্বৃত্তরা তাঁর বসতঘরসংলগ্ন গ্যারেজে থাকা ট্রাকে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই গাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় আগুন পাশের বসতঘরের দিকে ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বসতঘরটি রক্ষা পায়। ট্রাকটি পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত ১০ আগস্ট রাতে গ্যারেজ থেকে ৪০০ কেজি রড চুরি হয়। ৮ অক্টোবর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬০–৭০ হাজার টাকার মাছ মেরে ফেলা হয়। এর দুই দিন পর (১০ অক্টোবর) বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসব ব্যাপারে আজ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মোল্লা শামীম আহমদ জানান, বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ ভোরে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হন। কিন্তু, কাছাকাছি পৌঁছামাত্র ভুক্তভোগীর (সনজিত দাস) পক্ষ থেকে জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর তাঁরা ফিরে যান। গ্যারেজে ট্রাক পুড়ার তথ্য তিনি দেননি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার সনজিত দাসের বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ বা ট্রাক পুড়ে যাওয়ার ও রড চুরির ঘটনা পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৪ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৪ ঘণ্টা আগেজমিসংক্রান্ত সেবা উন্নত করতে খুলনার ৭ উপজেলায় ১৪টি ইউনিয়ন ভূমি কার্যালয় নির্মাণ করা হয়। প্রায় ৯ কোটি টাকা প্রাক্কলনে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এসব ভবন নির্মাণ করা হলেও কোনোটি দুই বছর ধরে, আবার কোনোটি তিন বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। একটি ভবনেও দাপ্তরিক কার্যক্রম চালু হয়নি। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চ
৫ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে গঠিত পুলিশের বিশেষ টাস্কফোর্স ঢাকার ২০১২ সালের গ্রিলকাটা চোরের সন্ধানে নেমেছে। এ ছাড়া সম্ভাব্য আরও আটটি বিষয় সামনে রেখে অনুসন্ধান শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স।
৫ ঘণ্টা আগে