Ajker Patrika

সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯: ০২
সিলেটে লেগুনা-পিকআপ সংঘর্ষে নিহত ৩

সিলেটের জৈন্তাপুরে লেগুনা ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র (৫০), তাঁর পুত্রবধূ সুচিতা পাত্র (৩৫) ও ৫ মাসের নাতি।

আহতেরা হলেন—সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র (৪০), পুশ পাত্রের ছেলে জিদান পাত্র (১৮), পুশ পাত্রের ৫ বছরের মেয়ে, লেগুনা চালকসহ সাতজন। আহত অন্যদের নাম জানা যায়নি।

ঘটনাস্থল-সড়ক দুর্ঘটনার পর সড়কে এলাকাবাসীর অবস্থান।স্থানীয়রা জানান, পুশ পাত্রের পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা স্থলে হরিপুর অভিমুখে গরু বোঝাই পিকআপের সঙ্গে উপজেলার চিকনাগুল থেকে ছেড়ে আসা মোকামপুঞ্জিগামী লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই নারী ও হাসপাতালে নেওয়ার পর এক শিশু নিহত হয়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত