প্রতিনিধি, বালাগঞ্জ (সিলেট)
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।
পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।
আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।
টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।
ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে