Ajker Patrika

বালাগঞ্জে টিসিবি’র পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তের ভিড়

প্রতিনিধি, বালাগঞ্জ (সিলেট) 
বালাগঞ্জে টিসিবি’র পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তের ভিড়

কঠোর লকডাউনে বিপর্যয়ের মুখে পড়েছে মানুষের জীবন-জীবিকা। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় নতুন করে হুমকির মুখে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সামনে কোরবানির ঈদ হওয়ায় নতুন করে বাজারে অস্থিরতা শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে কমমূল্যে পণ্য কিনতে টিসিবি'র ট্রাক সেলে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

আজ মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

সরেজমিনে বালাগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি'র ট্রাক সেলে কমমূল্যে পণ্য নিতে দীর্ঘ লাইন পড়েছে। স্বল্প আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্য আয়ের মানুষও দাঁড়িয়েছেন এসব লাইনে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৩১০ টাকার প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। ওই লাইনে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও দেখা গেছে।

পণ্য কিনতে আসা আব্দুল হান্নান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন লকডাউনে দোকান বন্ধ, ব্যবসাপাতি নেই। বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছি। এ ছাড়া বাজারে সবকিছুর দাম বেশি। তাই একটু কম দামে নিতে পারব বলে এখানে এসেছি।

আব্দুল হান্নান আরও বলেন, এখানে ১০০ টাকা দরে তেল নিতে পারছি। আর খুচরা বাজারে গেলে ১৪০ টাকায় নিতে হবে। চিনির দামও কম এখানে। আর বাজারে সবকিছুর দামই তো বেশি। তো এখান থেকে ২-৩টি পণ্য কম দামে নিতে পারলে কিছুটা তো সাশ্রয় হলো।

টিসিবি'র লাইনে দাঁড়িয়ে থাকা বালাগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী হেলাল আহমদ বলেন, শুধু একটু কম দামে কেনার জন্য এত কষ্ট করে লাইনে দাঁড়িয়েছি। বাজারে সবকিছুর দাম দেশি। কিন্তু বাজারের তুলনায় এখানে কিছুটা দাম কম।

ট্রাক সেলের বিক্রেতা এনাম বলেন, আগে শুধু গরিব মানুষ টিসিবি থেকে জিনিস কিনত। সাধারণত রিকশাচালক ও বস্তির লোকজন এখানে আসত। বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় এখন গরিব মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত লোকরাও আসেন। ফলে আগের তুলনায় ভিড়ও বেড়েছে। সে জন্য বরাদ্দও এখন বেশি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত