হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গায়ে লেখা দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজারে এ অভিযান চালান হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
বোতলের গায়ে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভান্ডারকে ৭ হাজার টাকা, বাসন্তী স্টোরকে ৪ হাজার টাকা, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে ৫ হাজার টাকা, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ৬ হাজার টাকা, ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা এবং রিপন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০০ লিটার তেল বোতলের গায়ের লেখা মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দোকানিরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। যেসব দোকানে এর প্রমাণ পেয়েছি তাদের জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি। ভোক্তাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গায়ে লেখা দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজারে এ অভিযান চালান হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
বোতলের গায়ে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভান্ডারকে ৭ হাজার টাকা, বাসন্তী স্টোরকে ৪ হাজার টাকা, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে ৫ হাজার টাকা, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ৬ হাজার টাকা, ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা এবং রিপন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০০ লিটার তেল বোতলের গায়ের লেখা মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দোকানিরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। যেসব দোকানে এর প্রমাণ পেয়েছি তাদের জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি। ভোক্তাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
২৫ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
৩০ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৫ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে