Ajker Patrika

নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার 

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪: ২৬
নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবুল তালুকদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বরমচালের বড়ছড়ার পাড় এলাকায় হাওর থেকে বাবুল তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বরমচালের হাওরতীরবর্তী বড়ছড়ার পাড় এলাকায় ঝড়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। 

জানা যায়, বাবুল তালুকদার উপজেলার ভূকশীমইল ইউনিয়নের বাদে ভূকশীমইল এলাকার বাসিন্দা। 

নিখোঁজ বাবুল তালুকদারের শ্যালক আবুল হোসেন ও কুলাউড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর বোনজামাই বাবুল তালুকদার (ইরানী বাবুল) স্থানীয় আজিজুর রহমানসহ (৬২) হাওরে মাছ ধরতে পার্শ্ববর্তী বরমচালের বড়ছড়ার পাড় এলাকার দিকে নৌকাযোগে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর তাঁদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা আজিজুর রহমান সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ইরানী বাবুল নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাতে নিখোঁজ ইরানী বাবুলের স্বজন ও স্থানীয়রা মিলে নৌকাযোগে তাঁর সন্ধানে নামেন। রাতে কোনো সন্ধান না পাওয়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে সিলেট থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ শুরু করেন। নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে তাঁর মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল কাদির মোবাইল ফোনে বলেন, বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সিলেট থেকে আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলের একটু দূরে হাওর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত