নিজস্ব প্রতিবেদক, সিলেট
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩১ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পেয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ।
গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়বার প্রীতমের জামিন আবেদন নাকচ হওয়ার পর সপ্তমবারে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় অভিযোগ করেন, প্রীতম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত রাষ্ট্র ও ইসলামবিরোধী পোস্ট করে আসছেন, যার কারণে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই তিনি এসব পোস্ট করেন।
এদিকে, গত বছরেরই ৮ জুলাই পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করেন প্রীতম দাশ। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে মান্টোর ওই উদ্ধৃতি ব্যবহার করেন।
আগস্টের শেষ দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের সংহতি জানিয়ে কর্মসূচি পালনের পর প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩১ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পেয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ।
গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়বার প্রীতমের জামিন আবেদন নাকচ হওয়ার পর সপ্তমবারে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় অভিযোগ করেন, প্রীতম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত রাষ্ট্র ও ইসলামবিরোধী পোস্ট করে আসছেন, যার কারণে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই তিনি এসব পোস্ট করেন।
এদিকে, গত বছরেরই ৮ জুলাই পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করেন প্রীতম দাশ। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে মান্টোর ওই উদ্ধৃতি ব্যবহার করেন।
আগস্টের শেষ দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের সংহতি জানিয়ে কর্মসূচি পালনের পর প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে