Ajker Patrika

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত ২

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৫: ২০
জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত ২

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লালাখাল সারী নদীর ১৩০১ পিলারসংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সারী নদীসংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। তাতে উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন এবং উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২) গুরুতর আহত হন।

স্থানীয়রা গুলির শব্দ শুনে দ্রুত গিয়ে তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে আহত অপর দুজন বিজিবির হাতে আটক হওয়ার ভয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কমান্ডারকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বিজিবির সিইওর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে বক্তব্য জানতে বিজিবির সিইও লে. কর্নেল আসাদুন্নবীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে আজকের পত্রিকা অফিসের নম্বর থেকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে গুলিতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত