Ajker Patrika

হাওরে ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৫: ৩৭
হাওরে ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বোরো ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল কাদির (৩০) নামের এক যুবক। গতকাল সোমবার রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড় ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বক্কর আলীর ছেলে।

আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল মুকিত বলেন, ‘আমরা দুই ভাই হাওর থেকে ধান কেটে ট্রলিতে করে বাড়ি ফিরি। পরে আমার ছোট ভাই গোসল করে চা-বিস্কুট খাওয়ার পর হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

আব্দুল মুকিত আরও বলেন, ‘আমার ভাইয়ের ইতালি যাওয়ার কাজ চলছিল। ইতিমধ্যে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু তার আর ইতালি যাওয়া হলো না।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

এদিকে গতকাল সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কাদিরের লাশ দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত