Ajker Patrika

কিছু একটা ষড়যন্ত্র করতে চেয়েছিলেন তাঁরা: এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০০: ০৯
কিছু একটা ষড়যন্ত্র করতে চেয়েছিলেন তাঁরা: এসপি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনের সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তাঁরা সাংগঠনিক কার্যক্রম এবং কিছু একটা ষড়যন্ত্র করার জন্য সেখানে একত্র হয়েছিলেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

তবে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবি করেছেন, তাঁদের সন্তানেরা শুধু বেড়ানোর জন্যই হাওরে গিয়েছিলেন। তাঁরা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নেই।

এসপি মোহাম্মদ এহসান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী, ৭ জন সাবেক শিক্ষার্থী এবং বাকি ৩ জন তাঁদের আত্মীয়স্বজন।

এসপি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস জব্দ করে এবং সেগুলো পর্যবেক্ষণ করে কিছু আলামত পাওয়া গেছে। আলামত দেখেই বোঝা গেছে তাঁরা সবাই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

এসপি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদে বুঝেছি, তাঁরা এখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা এবং কিছু একটা ষড়যন্ত্র করার জন্য একত্র হয়েছিলেন।’

অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সন্ধ্যায় তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীতে নৌকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতিসাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে বুয়েট শাখার ছাত্রশিবিরের নেতা আফিফ আনোয়ারের নেতৃত্বে তাঁরা একত্র হয়েছিলেন। তাঁদের কাছ থেকে ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত স্ক্রিনশটের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিলসংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথিদের পাঠযোগ্য কোরআন ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠানসংক্রান্ত স্ক্রিনশটের কাগজপত্র জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত