Ajker Patrika

এসি ল্যান্ড পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২২: ১৭
এসি ল্যান্ড পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়াই তাদের কাজ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এসি ল্যান্ড পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এতে সহযোগিতার জন্য কফিল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার ভূঁইয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ সকালে কফিল উদ্দিনের মোবাইল ফোনে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে উপজেলার এসি ল্যান্ড পরিচয় দিয়ে বাজারের কয়েকটি ব্যবসায়ীদের নম্বর চান। এ সময় কফিল উদ্দিন বাজারের লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আইসক্রিম ফ্যাক্টরিতে গিয়ে তাঁর মোবাইল দিয়ে জাহাঙ্গীর আলামের ভাতিজা আপন মিয়াকে আলাপ করিয়ে দেন।

ওই ব্যক্তি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতে চার লাখ টাকা জরিমানার ভয় দেখায় আপন মিয়াকে। জরিমানা থেকে রক্ষা পেতে আপন মিয়া ফোনের অপর পাশের ব্যক্তির চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৩২ হাজার টাকা এবং আরেকটি নম্বরে ১৮ হাজার টাকা পাঠান।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে জাহাঙ্গীর আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র প্রশাসনের নাম ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করার চেষ্টা করে আসছে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং সবাইকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।’

আজ বিষয়টি জানার পর তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারকদের সহযোগিতা করার কারণে কফিল উদ্দিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত