Ajker Patrika

এক মাসে সিলেটের সড়কে ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৯: ১০
এক মাসে সিলেটের সড়কে ২০ জনের মৃত্যু

সিলেটে সেপ্টেম্বর মাসে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নয়জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য প্রকাশ করেছে। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় আর কম সড়ক দুর্ঘটনা হয়েছে সুনামগঞ্জে। সেপ্টেম্বর মাসে সিলেটে ১০টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

এতে নিহতের মধ্যে নয়জন মোটরসাইকেল চালক–আরোহী, তিনজন সিএনজি–লেগুনা চালক ও যাত্রী এবং পাঁচজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুজন এবং আটজন চালক নিহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত