Ajker Patrika

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৬: ০৭
সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত, আহত ১০

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। পাহাড়ি ঢলে বাদামের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় দ্রুত বাদাম তুলতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে তারা। এ সময় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো—উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের আব্দুল আলীমের শিশুকন্যা তাওহিদা (১১), একই গ্রামের ফজর রহমানের মেয়ে রিপা (১২) এবং আব্দুল আজিজের ছেলে আমিরুল (১১)। 

এ ঘটনায় গুরুতর আহত হবি রহমান ও রিয়া মনিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে ও স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের ছোট-বড় প্রায় ১৩-১৪ জন গ্রামসংলগ্ন বাদামখেতে বাদাম তুলতে যায়। বাদাম তোলার একপর্যায়ে হঠাৎ অন্ধকার করে বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক শিশু। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাসপাতালের সামনে নিহতের স্বজনের আহাজারিবাধাঘাট ইউপির চেয়ারম্যান নিজাম উদ্ধিন বলেন, এটি মর্মান্তিক ঘটনা। তিনি বলেন, ‘যেহেতু নিহত সবাই শিশু, তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করেছি ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার জন্য।’ এ সময় তিনি নিহত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। 

বজ্রপাতে শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

বজ্রপাতে নিহতের পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বজ্রপাতে যারা আহত হয়েছে আমরা তাদের চিকিৎসার সব ধরনের সহায়তা করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত