গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার ভোট শেষে ঘোষিত ফলাফলে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৭১ ভোট।
অন্যদিকে ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক নিয়ে ৪৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শুকুর ঘোড়া প্রতীক নিয়ে ২৩৫২ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠিত হয়েছে এ ধাপের ইউপি নির্বাচন। ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে তাঁরা নির্বাচিত হন।
ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ছিল সতর্ক অবস্থানে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার থেকেই প্রতিটি কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি কাজ করেন র্যাব ও আনসার সদস্যরাও। মাঠে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, গোয়াইনঘাটের দুই ইউনিয়নে ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিলেটের গোয়াইনঘাটে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার ভোট শেষে ঘোষিত ফলাফলে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৫০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমদ আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৭১ ভোট।
অন্যদিকে ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক নিয়ে ৪৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শুকুর ঘোড়া প্রতীক নিয়ে ২৩৫২ ভোট পেয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠিত হয়েছে এ ধাপের ইউপি নির্বাচন। ভোটগ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে তাঁরা নির্বাচিত হন।
ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ছিল সতর্ক অবস্থানে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার থেকেই প্রতিটি কেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি কাজ করেন র্যাব ও আনসার সদস্যরাও। মাঠে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত, গোয়াইনঘাটের দুই ইউনিয়নে ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগে