সিলেট প্রতিনিধি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলায় দলের ১৩ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাঁদের বহিষ্কারের কথা জানান।
বহিষ্কৃতরা হলেন—সিলেটের কানাইঘাট ৩ নম্বর দীঘিরপাড় পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী মুহিন। ৪ নম্বর সাতবাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর। ৬ নম্বর কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন বাবুল মুহুরী, একই ইউপির প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি এনামুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম। ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগের সদস্য বাবুল রানা চৌধুরী, ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহেল রানা চৌধুরী, একই ইউনিয়নে দলের আইনবিষয়ক সম্পাদক খালেদ হাসান তারেক, একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাগর।
বহিষ্কারাদেশে বলা হয়, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
এর আগেও পঞ্চম ধাপের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সিলেটের জকিগঞ্জ উপেজেলার চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তাঁরা হলেন—সিলেটের জকিগঞ্জ ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, ৬ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান লস্কর।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলায় দলের ১৩ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাঁদের বহিষ্কারের কথা জানান।
বহিষ্কৃতরা হলেন—সিলেটের কানাইঘাট ৩ নম্বর দীঘিরপাড় পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী মুহিন। ৪ নম্বর সাতবাঁকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর। ৬ নম্বর কানাইঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দিন বাবুল মুহুরী, একই ইউপির প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি এনামুল হক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম। ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউপি আওয়ামী লীগের সদস্য বাবুল রানা চৌধুরী, ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সোহেল রানা চৌধুরী, একই ইউনিয়নে দলের আইনবিষয়ক সম্পাদক খালেদ হাসান তারেক, একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী ও ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সাগর।
বহিষ্কারাদেশে বলা হয়, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
এর আগেও পঞ্চম ধাপের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী সিলেটের জকিগঞ্জ উপেজেলার চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তাঁরা হলেন—সিলেটের জকিগঞ্জ ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, ৬ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান লস্কর।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।
ঢাকার সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরে মাহফুজুর রহমান (৪৩) নামের এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর গলার নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে খামারের ভেতরে কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে মাহফুজের লাশ পাওয়া যায়।
১২ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলায় আবারও চাদর বিছিয়েছে ঘন কুয়াশা। সকালে রাস্তাগুলো ঢেকে গেছে কুয়াশায়। যানবাহন চলছে আলো জ্বালিয়ে। হালকা বাতাসে বাড়ছে শীত। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে চলতে হচ্ছে কর্মজীবী মানুষদের।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে...
১ ঘণ্টা আগে