হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে তাঁরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কয়েক শ শ্রমিক আজ বেলা দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোনো যান চলাচল করতে দেওয়া হয়নি। তখন রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রচণ্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, ওভারটাইমসহ বিভিন্ন দাবি জানান। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে বিকেল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।
জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। অনেক শ্রমিক বাসাভাড়া দিতে পারছে না। অতি কষ্টে চলছে তাঁদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্টার ফোরসেলিন কোম্পানির শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে তাঁরা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বকেয়া বেতন পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবিতে কয়েক শ শ্রমিক আজ বেলা দেড়টার দিকে মহাসড়ক অবরোধ করেন। উত্তেজিত শ্রমিদের অবরোধ চলাকালে মহাসড়কে কোনো যান চলাচল করতে দেওয়া হয়নি। তখন রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে প্রচণ্ড গরমের মধ্যে আটকা পড়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার পরির্দশক (ওসি) আতিকুর রহমাসহ বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও কোম্পানির কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
এ সময় শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতন, ওভারটাইমসহ বিভিন্ন দাবি জানান। শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাসে বিকেল পৌনে ৫টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এরপর আটকা পড়া যানবাহন চলাচল শুরু হয়।
জয়নাল মিয়া ও জীবন মিয়া নামে দুজন শ্রমিক জানান, বেতন, ওভারটাইম বকেয়া থাকায় শত শত শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন। অনেক শ্রমিক বাসাভাড়া দিতে পারছে না। অতি কষ্টে চলছে তাঁদের জীবন। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
১০ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
১৩ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে