Ajker Patrika

শায়েস্তাগঞ্জে ইউপি সদস্য পদে দুই ভাইয়ের লড়াই

হবিগঞ্জ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে ইউপি সদস্য পদে দুই ভাইয়ের লড়াই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়ছেন রাকিবুল হোসেন সান্টু ও মোবারক হোসেন পিন্টু নামের দুই আপন চাচাতো ভাই। উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন তাঁরা। নির্বাচনে মোবারক হোসেন পিন্টু পেয়েছেন মোরগ প্রতীক। অন্যদিকে তালা প্রতীক পেয়েছেন রাকিবুল হোসেন সান্টু।

খোঁজ নিয়ে জানা গেছে, সান্টু নুরপুর গ্রামের সাবেক ফুটবলার মরহুম মোক্তার হোসেনের পুত্র ও জাতীয় ক্রিকেট টিমের সদস্য নাজমুল হোসেনের ভাই। পিন্টু সাবেক ফুটবলার আক্তার হোসেনের পুত্র। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই পরিবার থেকে একই পদে দুজন সদস্য পদে লড়ছেন। এতে বিপাকে পড়েছেন পরিবারের সদস্য, স্বজনসহ প্রতিবেশীরা। 

এ নিয়ে জানতে চাইলে রাকিবুল হোসেন সান্টু বলেন, ‘আমি নির্বাচন করার জন্য পাঁচ বছর আগ থেকে জনগণের পাশে আছি। পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমার নির্বাচন আমি করছি। পিন্টুর নির্বাচন পিন্টু করছে। তবে জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী।’ 

অন্যদিকে মোবারক হোসেন পিন্টু বলেন, ‘গত নির্বাচনেও আমি নির্বাচন করতে চেয়েছিলাম। পারিবারিকভাবে কোনো আশ্বাস না পাওয়ায় নির্বাচন করিনি। তবে জনগণের পাশে ছিলাম। এবার পারিবারিক সিদ্ধান্তেই নির্বাচনে নেমেছি। জয় আমারই হবে।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে। নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ২৫২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত