Ajker Patrika

‘তালেবানি কালচার’ নিয়ে আমি খুব গৌরবান্বিত: শাবিপ্রবি উপাচার্য 

শাবিপ্রবি প্রতিনিধি
‘তালেবানি কালচার’ নিয়ে আমি খুব গৌরবান্বিত: শাবিপ্রবি উপাচার্য 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, এখানে (শাবিপ্রবি) ওপেন কালচার ছিল। ছেলেমেয়েরা যা খুশি তাই করতে পারতো। কেউ কিছু বলতে পারত না। কারণ তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলেছি রাত সাড়ে ১০টার দিকে হলে ঢুকতে হবে। তারা এটার নাম দিছে ‘তালেবানি কালচার’। তালেবানি কালচার নিয়ে আমি খুব গৌরবান্বিত। আমি এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না। 

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তথ্য অধিকার বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন, ‘আপনারা চান কি না আমি জানি না। আমি চাই না আমার ছেলেমেয়েরা, সন্তানেরা (রাত) ১২টা পর্যন্ত ঘুরে বেড়াক। তাদের বাবা-মায়েরা সারা রাত ঘুরে বেড়ানোর জন্য পাঠাননি। বাপ-মায়েরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকে, টেনশনে থাকে। আমার মেয়ে কোথায় আছে, ছেলে কোথায় আছে। সে জন্য তাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা তাদের অভিভাবক, আমরা তাদের হেফাজতকারী। আমরা কিন্তু ওই জিনিসটা অ্যালাউ করবো না, কোনোভাবেই করবো না। যে যাই বলে থাকুক, কোথায় থেকে উদ্ভট কথাবার্তা আসে আমি জানি না।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। আলোচক হিসেবে ছিলেন মঞ্জুরি কমিশনের তথ্য অধিকারের ফোকাল পয়েন্ট এবং জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিএ কমিটির বিশ্ববিদ্যালয় ফোকাল পয়েন্ট এবং উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত