অ্যাডেফি লিমিটেডের পাশে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল

বিজ্ঞপ্তি
Thumbnail image
অ্যাডেফি লিমিটেডের পাশে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আউট অব হোম (ওওএইচ) বিজ্ঞাপন প্রযুক্তি স্টার্টআপ অ্যাডেফি লিমিটেডের উন্নয়নে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ করেছে।

অ্যাডেফি লিমিটেড হলো স্টিকার ড্রাইভারের প্যারেন্ট কোম্পানি, যা যানবাহনে বিজ্ঞাপন এবং প্রচলিত আউটডোর বিজ্ঞাপনসহ বিস্তৃত বিজ্ঞাপন পরিষেবা দেয়। অ্যাডেফির ডেটাচালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং ইমপ্রেশন কাউন্ট অ্যালগরিদম প্রযুক্তির সঙ্গে আউটডোর বিজ্ঞাপনকে একীভূত করে ব্র্যান্ডগুলোর জন্য শক্তিশালী নিয়ন্ত্রণ প্রদান করে।

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জেন বাংলাদেশ এবং ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ (ডিআইই) ‘ফাউন্ডারস ইনসাইট’ আয়োজন করেছে। এতে খ্যাতিমান স্টার্টআপ প্রতিষ্ঠাতারা অংশ নেন।

গত ১৮ জানুয়ারি ড্যাফোডিল প্লাজার ’৭১ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে উদ্যোক্তা ও উদ্ভাবনের সবচেয়ে উজ্জ্বল মেধাবীদের একত্রিত করা হয়। প্যানেলের আলোচকদের মধ্যে ছিলেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও এমডি ফাহিম মাশরুর; উইডেভসের প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি বিনয় বর্মণ।

ফাহিম মাশরুর বিডিজবসের সাদামাটা শুরুর দিনগুলো এবং কীভাবে তাঁরা বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করেছিলেন তা তুলে ধরেন। তিনি বলেন, বিডিজবসে সিক অস্ট্রেলিয়ার বিনিয়োগ ছিল কৌশলগত এবং যেহেতু বিডিজবস ইতিমধ্যেই লাভজনক ছিল, তাঁরা বিনিয়োগে আগ্রহী ছিলেন।

ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ফান্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একজন প্রতিষ্ঠাতা হিসেবে আপনাকে বিনিয়োগকারীর আস্থা অর্জন করতে হবে এবং তাঁদের দেখাতে হবে আপনি কীভাবে উপযোগী মূল্য সৃষ্টি করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত