নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোজায় চিনি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সব ধরনের চিনি আমদানির ওপর শুল্ক কমাল সরকার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অপরিশোধিত চিনি, আখের চিনি এবং অন্যান্য চিনি আমদানির ওপর এই শুল্ক কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর হবে এবং আগামী ৩০ মে পর্যন্ত তা বহাল থাকবে। আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ৬ হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিল। এটি ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এ সুবিধা চলতি বছরের ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।
আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, চিনি আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্যসচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভায় শুল্ক কমানোর বিষয়টি ওঠে আসে।
বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে কাস্টম ডিউটি ৩ হাজার টাকা, সংরক্ষণমূলক শুল্ক ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম কর ৪ শতাংশ। সব মিলিয়ে চিনি আমদানি ডিউটি পরে প্রায় ৬১ শতাংশ।
গত অক্টোবর থেকে দেশের বাজারে চিনির সংকট চলছে। সরকার ও মিল মালিকেরা দফায় দফায় বৈঠক করে দাম নির্ধারণ করে। কিন্তু দুই দফায় কেজি প্রতি ১৭ টাকা দাম বাড়ানোর পরও বাজার স্থিতিশীল হয়নি। অবশেষে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে দেশে প্রায় দুই লাখ টন কম চিনি আমদানি হয়েছে। ডলার সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। এতে বাজারে চিনির সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে আসন্ন রমজানে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে পণ্যটির আমদানিতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সংস্থাটিকে চিঠিও দেওয়া হয়। এরপরই চিনি আমদানিতে শুল্ক তুলে নিলো এনবিআর।
রোজায় চিনি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সব ধরনের চিনি আমদানির ওপর শুল্ক কমাল সরকার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (এনবিআর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অপরিশোধিত চিনি, আখের চিনি এবং অন্যান্য চিনি আমদানির ওপর এই শুল্ক কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই প্রজ্ঞাপন কার্যকর হবে এবং আগামী ৩০ মে পর্যন্ত তা বহাল থাকবে। আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ৬ হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিল। এটি ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এ সুবিধা চলতি বছরের ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।
আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, চিনি আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্যসচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভায় শুল্ক কমানোর বিষয়টি ওঠে আসে।
বর্তমানে প্রতি টন চিনি আমদানিতে কাস্টম ডিউটি ৩ হাজার টাকা, সংরক্ষণমূলক শুল্ক ৩০ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম কর ৪ শতাংশ। সব মিলিয়ে চিনি আমদানি ডিউটি পরে প্রায় ৬১ শতাংশ।
গত অক্টোবর থেকে দেশের বাজারে চিনির সংকট চলছে। সরকার ও মিল মালিকেরা দফায় দফায় বৈঠক করে দাম নির্ধারণ করে। কিন্তু দুই দফায় কেজি প্রতি ১৭ টাকা দাম বাড়ানোর পরও বাজার স্থিতিশীল হয়নি। অবশেষে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে দেশে প্রায় দুই লাখ টন কম চিনি আমদানি হয়েছে। ডলার সংকটে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। এতে বাজারে চিনির সংকট তৈরি হয়। এ পরিস্থিতিতে আসন্ন রমজানে বাজারে চিনির দাম স্থিতিশীল রাখতে পণ্যটির আমদানিতে শুল্ক হার যৌক্তিকীকরণের জন্য এনবিআরকে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সংস্থাটিকে চিঠিও দেওয়া হয়। এরপরই চিনি আমদানিতে শুল্ক তুলে নিলো এনবিআর।
বাংলাদেশে আরও তিনটি পোশাক কারখানা সবুজ সনদ পেয়েছে, ফলে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টিতে। নতুন তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই লিড প্লাটিনাম ক্যাটাগরির সনদ পেয়েছে।
১ ঘণ্টা আগেতিনটি সাধারণ বিমা কোম্পানির সিইও নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইউনিয়ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন সিইওদের নাম ঘোষণা করা হয়েছে। তালুকদার মো. জাকারিয়া হোসেন, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং জামিরুল ইসলাম যথাক্রমে তাদের দায়ি
১ ঘণ্টা আগেভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক—কর ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আগামী ৩১ মার্চ কর ছাড়ের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগেকমলা, আপেল, নাশপাতি, আঙুর, জাম্বুরা, বাতাবি লেবু ও লেবু জাতীয় তাজা বা শুকনো ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলের বাজার স্থিতিশীল এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে