Ajker Patrika

বাংলাদেশে গড় বেকারত্বের হার কমেছে: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫: ৫২
বাংলাদেশে গড় বেকারত্বের হার কমেছে: বিবিএস

গত বছর পর্যন্ত সাত বছরে বাংলাদেশে গড় বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ থেকে ৩ দশমিক ৬ শতাংশে নেমেছে। আজ বুধবার প্রকাশিত হালনাগাদ শ্রমশক্তি জরিপে এই তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ডঃ শামছুল আলম।

বিবিএস বলছে, গত চার বছর ধরে করোনা ও ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে অর্থনীতির টানাপড়েনের মধ্যেও বেকারের সংখ্যা কমেছে।

শ্রম শক্তি জরিপ ২০২২ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কর্মক্ষম জনসংখ্যার তুলনায় দেশে গড় বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ, যা সংখ্যায় ২৬ লাখ ৩০ হাজার জন।

দেশের পুরুষদের মধ্যে তিন দশমিক ৫৬ শতাংশ বা ১৬ লাখ ৯০ হাজার জন এবং মহিলাদের মধ্যে ৩ দশমিক ৬৩ শতাংশ বা ৯ লাখ ৪০ হাজার জন বেকার।

এর আগে শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ প্রতিবেদনে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ২ শতাংশ, যা মোট সংখ্যায় ছিল ২৭ লাখ।

যারা সপ্তাহে এক ঘণ্টাও কাজ করার সুযোগ পাননি, তারাই তাঁদের বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সপ্তাহে অন্তত এক ঘন্টা কাজ করলেই তিনি বেকার নন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত