Ajker Patrika

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৭: ৪০
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। 
 
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ। সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 
 
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন), পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন), মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মিসেস তাহেরা ফারুক ও মিসেস জেবুন নাহার (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান (ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন) ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 
 
এ ছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত