জাহিদুল ইসলাম, ঢাকা
প্রকৃত দাম গোপন করে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩১টি বিল অব এন্ট্রিতে (বি/ই) এলসি মোতাবেক মূল্যের চেয়ে ঘোষিত মূল্য কম দেখিয়ে এই টাকা ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চট্টগ্রাম কাস্টম হাউসের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ২০২০ সালের ১১ জুন থেকে ২০২২ সালের ১৮ মে পর্যন্ত আমদানি করা ফার্নেস অয়েলের পণ্যচালান অভ্যন্তরীণ খালাস-উত্তর নিরীক্ষার (পিসিএ) মাধ্যমে এলসি মূল্যের চেয়ে কম মূল্য ঘোষণা করে শুল্কায়ন করেছে। সংশ্লিষ্ট ৩১টি বিল অব এন্ট্রির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে রক্ষিত তথ্য বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
২০২২ সালের ২১ এপ্রিলে (বিল অব এন্ট্রি নম্বর-৭৩৪০১৫, এলসি নম্বর-৯৩২২০১০২২০) এলসি মোতাবেক প্রতি টন ফার্নেস অয়েলের মূল্য ছিল ৬৬৮ মার্কিন ডলার। অথচ বিল অব এন্ট্রি দাখিল করার সময় প্রতি টন ফার্নেস অয়েলের মূল্য দেখানো হয়েছে ৪১৯ দশমিক ৩৩ ডলার। সে হিসাবে প্রতি টন ফার্নেস অয়েলে ২৪৮ দশমিক ৬৭ ডলার কম দেখানো হয়েছিল। কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, এই একটি বিল অব এন্ট্রিতে ৩ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৫৩৪ দশমিক ১০ টাকা কম পরিশোধ করা হয়েছে।
এমনই সর্বমোট ৩১টি বিল অব এন্ট্রিতে ২৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকা কম পরিশোধ করা হয়েছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সংশ্লিষ্ট এলসি যাচাই করে দেখা যায়, পণ্যচালানগুলোর ক্ষেত্রে এলসিমূল্য বেশি থাকা সত্ত্বেও কম মূল্যে ঘোষণা প্রদান করে শুল্কায়ন করা হয়েছ, যা শুল্ক মূল্যায়ন (আমদানি করা পণ্যের মূল্য নির্ধারণ) বিধিমালা ২০০০-এর পরিপন্থী।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, অপরিশোধিত রাজস্ব পরিশোধের জন্য আমদানিকারক মেঘনা পেট্রোলিয়ামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। মেঘনা পেট্রোলিয়ামের জবাব পেয়ে শুনানির দিন নির্ধারিত হয়। শুনানিতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি লিখিত জবাবের পুনরাবৃত্তি করেন। এতে প্রতিনিধির বক্তব্য ও নথিতে থাকা দলিল পর্যালোচনা করে আইন ও বিধিমোতাবেক পুনরায় দাবিনামা ও দাবিনামার তাগিদপত্র জারি করা হলেও টাকা পরিশোধ করা হয়নি।
এ প্রসঙ্গে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পাওনা আদায়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ অর্থ আদায় না হওয়া পর্যন্ত আমদানিকারকের মালিকানাধীন কোনো পণ্য সমুদ্রবন্দর, বিমানবন্দর বা অন্য কোনো কাস্টমস স্টেশন থেকে খালাস বন্ধ করে দেওয়া যেতে পারে। অর্থ আদায়যোগ্য তফসিলি ব্যাংককে হিসাব অপরিচালনযোগ্য (ফ্রিজ) করার নোটিশ দেওয়া যায়। তবে এনবিআর কোনো কঠোরতা দেখাতে চায় না।
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের এজিএম মো. আবুল মেরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো তেল আমদানি করি না। তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ ব্যাপারে তারা বলতে পারবে।’
পরবর্তী সময় যোগাযোগ করা হলে বিপিসির পরিচালক (অর্থ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। বিপিসির পক্ষে শুল্কায়নের কাজ করে পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম। বিপিসি নিজে করে না এটা, ওদের (পদ্মা, মেঘনা ও যমুনা) দিয়ে করায়।’
প্রকৃত দাম গোপন করে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩১টি বিল অব এন্ট্রিতে (বি/ই) এলসি মোতাবেক মূল্যের চেয়ে ঘোষিত মূল্য কম দেখিয়ে এই টাকা ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চট্টগ্রাম কাস্টম হাউসের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ২০২০ সালের ১১ জুন থেকে ২০২২ সালের ১৮ মে পর্যন্ত আমদানি করা ফার্নেস অয়েলের পণ্যচালান অভ্যন্তরীণ খালাস-উত্তর নিরীক্ষার (পিসিএ) মাধ্যমে এলসি মূল্যের চেয়ে কম মূল্য ঘোষণা করে শুল্কায়ন করেছে। সংশ্লিষ্ট ৩১টি বিল অব এন্ট্রির অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে রক্ষিত তথ্য বিশ্লেষণ করে এ সম্পর্কে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
২০২২ সালের ২১ এপ্রিলে (বিল অব এন্ট্রি নম্বর-৭৩৪০১৫, এলসি নম্বর-৯৩২২০১০২২০) এলসি মোতাবেক প্রতি টন ফার্নেস অয়েলের মূল্য ছিল ৬৬৮ মার্কিন ডলার। অথচ বিল অব এন্ট্রি দাখিল করার সময় প্রতি টন ফার্নেস অয়েলের মূল্য দেখানো হয়েছে ৪১৯ দশমিক ৩৩ ডলার। সে হিসাবে প্রতি টন ফার্নেস অয়েলে ২৪৮ দশমিক ৬৭ ডলার কম দেখানো হয়েছিল। কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, এই একটি বিল অব এন্ট্রিতে ৩ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৫৩৪ দশমিক ১০ টাকা কম পরিশোধ করা হয়েছে।
এমনই সর্বমোট ৩১টি বিল অব এন্ট্রিতে ২৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকা কম পরিশোধ করা হয়েছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে সংশ্লিষ্ট এলসি যাচাই করে দেখা যায়, পণ্যচালানগুলোর ক্ষেত্রে এলসিমূল্য বেশি থাকা সত্ত্বেও কম মূল্যে ঘোষণা প্রদান করে শুল্কায়ন করা হয়েছ, যা শুল্ক মূল্যায়ন (আমদানি করা পণ্যের মূল্য নির্ধারণ) বিধিমালা ২০০০-এর পরিপন্থী।
চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, অপরিশোধিত রাজস্ব পরিশোধের জন্য আমদানিকারক মেঘনা পেট্রোলিয়ামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। মেঘনা পেট্রোলিয়ামের জবাব পেয়ে শুনানির দিন নির্ধারিত হয়। শুনানিতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি লিখিত জবাবের পুনরাবৃত্তি করেন। এতে প্রতিনিধির বক্তব্য ও নথিতে থাকা দলিল পর্যালোচনা করে আইন ও বিধিমোতাবেক পুনরায় দাবিনামা ও দাবিনামার তাগিদপত্র জারি করা হলেও টাকা পরিশোধ করা হয়নি।
এ প্রসঙ্গে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পাওনা আদায়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ অর্থ আদায় না হওয়া পর্যন্ত আমদানিকারকের মালিকানাধীন কোনো পণ্য সমুদ্রবন্দর, বিমানবন্দর বা অন্য কোনো কাস্টমস স্টেশন থেকে খালাস বন্ধ করে দেওয়া যেতে পারে। অর্থ আদায়যোগ্য তফসিলি ব্যাংককে হিসাব অপরিচালনযোগ্য (ফ্রিজ) করার নোটিশ দেওয়া যায়। তবে এনবিআর কোনো কঠোরতা দেখাতে চায় না।
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবালের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের এজিএম মো. আবুল মেরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো তেল আমদানি করি না। তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ ব্যাপারে তারা বলতে পারবে।’
পরবর্তী সময় যোগাযোগ করা হলে বিপিসির পরিচালক (অর্থ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। বিপিসির পক্ষে শুল্কায়নের কাজ করে পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম। বিপিসি নিজে করে না এটা, ওদের (পদ্মা, মেঘনা ও যমুনা) দিয়ে করায়।’
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
১ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
২ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বর্তমানে ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২ হাজার ৭৮৩ এজেন্ট আউটলেট, ৩ হাজার ৪০ এটিএম-সিআরএম বুথের মাধ্যমে ২ কোটি ৫০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। ১ লাখ ৬১ হাজার কোটি টাকার আমানত; যা বিগত বছরের তুলনায় ৮ হাজার কোটি টাকার বেশি এবং ১ লাখ ৫৯ হাজার কোটি টাকার বিনিয়োগের মাইলফলক স্পর্শ করেছে ২০২৪ সালে। বিগত
২ ঘণ্টা আগে