বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও দোকান মালিক সমিতির সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৮: ৪৩
Thumbnail image

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে এসএমই ঋণ প্রদানের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং দোকান মালিক সমিতির পক্ষে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন সমঝোতা স্মারকে সই করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। 

এ ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত