নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন তথ্যটি নিশ্চিত করে জানান, রমজানে ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিকহারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা দীঘদিন ধরে অভিযোগ করছেন।
আসন্ন রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন তথ্যটি নিশ্চিত করে জানান, রমজানে ভোজ্যতেলের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নং আইন) এর ১২৬ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৩০ জুন, ২০১৯ সালে জারিকৃত এস.আর.ও. নং- ২৩৯-আইন/২০১৯/৭৫ মূসকের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল আমদানিতে আরোপিত কর ও ভ্যাট যৌক্তিকহারে নির্ধারণের জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছিল।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা দীঘদিন ধরে অভিযোগ করছেন।
বাংলাদেশে আরও তিনটি পোশাক কারখানা সবুজ সনদ পেয়েছে, ফলে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টিতে। নতুন তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই লিড প্লাটিনাম ক্যাটাগরির সনদ পেয়েছে।
১ ঘণ্টা আগেতিনটি সাধারণ বিমা কোম্পানির সিইও নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইউনিয়ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন সিইওদের নাম ঘোষণা করা হয়েছে। তালুকদার মো. জাকারিয়া হোসেন, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং জামিরুল ইসলাম যথাক্রমে তাদের দায়ি
১ ঘণ্টা আগেভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক—কর ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আগামী ৩১ মার্চ কর ছাড়ের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগেকমলা, আপেল, নাশপাতি, আঙুর, জাম্বুরা, বাতাবি লেবু ও লেবু জাতীয় তাজা বা শুকনো ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলের বাজার স্থিতিশীল এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে