Ajker Patrika

চার মাস পর লেনদেন ৮০০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চার মাস পর লেনদেন ৮০০ কোটি ছাড়াল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে দেশের পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪ মাস পর ৮০০ কোটি টাকার ঘরে উঠে এসেছে।

সেই সঙ্গে আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখে সূচকেও যোগ হয়েছে বড় পয়েন্ট। দিনের শুরু থেকেই বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়ে লেনদেন হয়। তবে শেষ দিকে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। তারপরও সব কটি সূচকের মোটামুটি বড় উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

ডিএসইতে সব মিলিয়ে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৭৯টির ও অপরিবর্তিত ছিল ১৭৩টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩১ পয়েন্টে উঠে এসেছে। এ নিয়ে চলতি সপ্তাহের তিন দিনে সূচকে যোগ হয়েছে প্রায় ৩০ পয়েন্ট। 

সব কটি সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮০০ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। এতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ২০ সেপ্টেম্বরের পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো। ওই দিন লেনদেন হয় ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭ কোটি ৬৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত