দাম বাড়বে কলমেরও 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৭: ০৫
আপডেট : ০১ জুন ২০২৩, ১৭: ৩১

২০২৩-২৪ এর বাজেটে বাড়ছে কলমের দাম। বাজেটে বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে শিক্ষাসামগ্রীর দাম এমনিতেই বেড়েছে, তারওপর আবার নতুন কর আরোপের প্রস্তাব শিক্ষা খাতে প্রভাব ফেলতে পারে।

কলমের দাম বাড়ার ফলে দরিদ্র শিক্ষার্থীরা প্রয়োজনীয় কলম কিনতে হিমশিম খেতে পারে। অভিভাবকদের ওপর চাপ বাড়বে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত