নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বেড়ে ১ হাজার ২৩৫ টাকা হয়েছে, যা আজ বেলা ১টা থেকে কার্যকর হয়েছে। গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এই নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম বেসরকারি পর্যায়ে মূসকসহ ১০২ দশমিক ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০২ দশমিক ৮৮ টাকা ধরে চলতি মাসের জন্য সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৮ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।
বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছে।
ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বেড়ে ১ হাজার ২৩৫ টাকা হয়েছে, যা আজ বেলা ১টা থেকে কার্যকর হয়েছে। গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এই নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম বেসরকারি পর্যায়ে মূসকসহ ১০২ দশমিক ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০২ দশমিক ৮৮ টাকা ধরে চলতি মাসের জন্য সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৮ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।
বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছে।
১৯৭১ সালের স্বাধীনতার পর এই প্রথম শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান সরকারি ব্যবস্থাপনায় সরাসরি বাণিজ্য। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজ আজ বুধবার চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ ইয়ার্ডে বার্থিং পেয়েছে।
৯ মিনিট আগেপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা সংস্থার চেয়ারম্যান ও কমিশনারদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী পাহারায় তাঁরা বিএসইসি ভবন ত্যাগ করেন। এ ঘটনায় কমিশনের পক্ষ থেকে
৩১ মিনিট আগেসরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির অনুমোদনে এলএনজি, মসুর ডাল ও সার আমদানি করা হবে। পেট্রোবাংলা দুটি কার্গো এলএনজি আমদানি করবে, যেখানে প্রতি এমএমবিটিইউ মূল্য নির্ধারিত হয়েছে ১৫.৭৩ ও ১৫.৪৭ ডলার।
১ ঘণ্টা আগেদেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কোনো প্রকল্প গ্রহণ করা হয় অর্থনৈতিক প্রয়োজনের ভিত্তিতে, তাই সেগুলো হুট করে বাতিল করা সম্ভব নয়।
১ ঘণ্টা আগে