Ajker Patrika

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে ১২৩৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪১
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে ১২৩৫ টাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১৬ টাকা বেড়ে ১ হাজার ২৩৫ টাকা হয়েছে, যা আজ বেলা ১টা থেকে কার্যকর হয়েছে। গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৯ টাকা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার এই নতুন দাম ঘোষণা করেছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম বেসরকারি পর্যায়ে মূসকসহ ১০২ দশমিক ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১০২ দশমিক ৮৮ টাকা ধরে চলতি মাসের জন্য সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬৬ টাকা, ১২ কেজির দাম ১ হাজার ২৩৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ২৮৬ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫৪৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৬৪৬ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৮৫২ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৫৮ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ২৬৪ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৫৭১ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৮৬ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৩৯৬ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৬০০ টাকা এবং ৪৫ কেজির দাম ৪ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম টনপ্রতি ৬৫০ এবং ৬৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় সেপ্টেম্বরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও মূসকসহ প্রতি লিটার ৫৬ দশমিক ৮৫ থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৫৫ টাকা করা হয়েছে। তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।

বিইআরসি ২০২১ সালের ১২ এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত