প্রিমিয়ার ব্যাংকের ইসলামিক উইন্ডোজ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
Thumbnail image
প্রিমিয়ার ব্যাংকের ইসলামিক উইন্ডোজ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাব-ব্রাঞ্চ ও ইসলামিক উইন্ডোজ ব্যবসায়িক সম্মেলন-২০২৫ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর।

ব্যবসায়িক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শাহেদ সেকান্দার (ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর বলেন, ‘আগামী দিনে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সুনাম বৃদ্ধিতে বিচক্ষণ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পরামর্শে আন্তরিকভাবে কাজ করার জন্য সাব-ব্রাঞ্চ ও ইসলামিক উইন্ডোজ ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। ব্যাংকিং সুশাসনের দীর্ঘ ২৫ বছরের যাত্রায় এ ব্যাংকের সবাইকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবায় মানুষের আস্থা ও ভালোবাসায় গ্রাহকসেবা দিতে হবে।’  

অনুষ্ঠানে ৬৭ সাব-ব্রাঞ্চ ও ২৫টি ইসলামিক উইন্ডোজের ব্যবস্থাপকেরা এবং ব্যাংকের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত