Ajker Patrika

বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৯
বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ

দেশের মৌলিক অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০ পাচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হবে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

২০১৮ সালে মৌলিক অর্থনীতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ সম্মাননা যৌথভাবে পান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের ইমেরিটাস অধ্যাপক আজিজুর রহমান খান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক মাহবুব হোসেন (মরণোত্তর)। 

প্রসঙ্গত, আজিজুর রহমান খান স্বাধীনতার অর্জনের পর বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান হিসেবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজে সম্পৃক্ত ছিলেন। 

বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের শিক্ষাগত ফলাফল, গবেষণা, কর্ম ফলাফল, অর্থনীতিতে অবদান, নীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। বর্তমানে তিনি ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত