Ajker Patrika

কমওয়ার্ডের ১১তম আসরে ক্যারটকমের অনন্য সাফল্য

অনলাইন ডেস্ক
কমওয়ার্ডের ১১তম আসরে ক্যারটকমের অনন্য সাফল্য

দেশের বিজ্ঞাপনশিল্পের সবচেয়ে বড় সম্মাননা ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ডের’ ১১তম আয়োজন। আসরে দেশের সেরা কমিউনিকেশন ক্যাম্পেইনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলোর হাতে সম্মাননা পদক তুলে দেন দেশের নেতৃস্থানীয় কমিউনিকেশন ও মার্কেটিং বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপনী সংস্থা ক্যারটকম লিমিটেড এবারের আসরে বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাটাগরিতে জিতে নিয়েছে মোট ১২টি অ্যাওয়ার্ড। এর মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জসহ সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্সও রয়েছে।

আকিজ সিরামিকস লিমিটেডের একটি ক্যাম্পেইন ‘দেয়াল ও মেঝে হোক ভাষা বান্ধব’ এর জন্য ক্যারটকম সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড প্রিক্স’ সম্মাননায় ভূষিত হয়। দেয়াল ও মেঝে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে ভাষা বান্ধব করে তোলার জন্য ‘আকিজ সিরামিকস’ তৈরি করে কাস্টম মেইড ব্রেইল টাইলস। এ ধরনের টাইলস তৈরির আইডিয়া এবং এর কমিউনিকেশনের জন্য ক্যারটকম সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে।

‘আকিজ সিরামিকস’ ছাড়াও ‘কেও ফাইট স্টুডিওর’ ক্যাম্পেইন ‘প্রতিঘাতে ভাঙো জড়তা’, ‘সার্কুলার’-এর ‘অ্যাক্ট টু অ্যাভয়েড’ এবং ‘পাঠাও’-এর ‘স্টপ খ্যাপ, রান পাঠাও অ্যাপ’-এর জন্য ক্যারটকম বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পুরস্কার হস্তান্তর পর্বের আনুষ্ঠানিকতা শেষে ক্যারটকম লিমিটেড পেয়েছে বিজ্ঞাপন বোদ্ধাদের প্রশংসা ও সাধুবাদ। উল্লেখ্য, ক্যারটকম ‘মার্কেট অ্যাকসেস প্রোভাইডার লিমিটেড’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

মার্কেট অ্যাকসেস গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ এম. হাসান এবং ক্যারটকমের চিফ অপারেটিং অফিসার রাকিবুল হাসান জোহেব ক্যারকটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ক্যারাটকম বলেছে, ‘মাত্র দুই বছর আগে, সম্পূর্ণ নতুন টিম নিয়ে ক্যারটকম নতুনভাবে কাজ শুরু করে। টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাওয়ার্ডগুলো। এই সম্মাননা আমাদের আরও ভালো কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত