বিজ্ঞপ্তি
রাতের খাবার শেষ করে সবে প্রিয় ফুটবল ক্লাবের খেলা দেখতে টিভির সামনে বসেছেন ফজলুর রহমান। হঠাৎ তাঁর স্ত্রী এসে বললেন তোমরা সবাই পুরো বাসার লাইট জ্বালিয়ে রাখো, এসি চালিয়ে রাখো দেখেই মাসে মাসে বিদ্যুৎ বিল এত বাড়ছে। খানিকটা অপরাধবোধ নিয়ে মোবাইল হাতে নিলেন ফজলুর রহমান। বিকাশ অ্যাপের পে-বিল অপশনে ঢুকে ‘পে-বিল বিবরণী’ গ্রাফটা দেখে একটা বিজয়ীর হাসি হাসলেন। স্ত্রী কে দেখালেন-দেখো ২০২৩ এর সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ছিল ৮ হাজার টাকা, এ বছরের সেপ্টেম্বর মাসেও তাই। বিল তো বাড়েনি। তখনকার মতো একটা সম্ভাব্য চিরাচরিত একটা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ মিটে গেল বিকাশ অ্যাপের পে-বিল বিবরণীর কল্যাণে। কেবল ফজলুর রহমান নয় বিকাশ অ্যাপ থেকে ইউটিলিটি বিল পরিশোধের হিসাব খুব সহজেই পেয়ে যান বিকাশ গ্রাহক।
প্রত্যেক গ্রাহকের শেষ ২৪ মাসের পে-বিল এর তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চমৎকার গ্রাফ তৈরি করে দেয় বিকাশ অ্যাপ। তাতে মাসে কতো টাকা খরচ হয়েছে তার বিস্তারিত যুক্ত থাকে। একই সঙ্গে কোনো ধরনের বিল-যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট সহ অন্যান্য বিল কোনটা কতো পরিমাণ ছিল তার একটা তুলনামূলক উপস্থাপন দেখেতে পারেন গ্রাহক। গ্রাফিক দিয়ে উপস্থাপিত হওয়ায় এক নজরেই সামগ্রিক বিলের খরচ খুব সহজেই বুঝতে পারেন যেকোনো গ্রাহক। নিজের পছন্দানুসারে ৬,১২ অথবা ২৪ মাসের তুলনামূলক তথ্য অপশন থেকে নির্বাচন করে নিতে পারেন গ্রাহক।
সিলেটের গৃহিণী জেবা রহমানের জন্য পে-বিল বিবরণীটা তাঁর মিতব্যয়ী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। জেবা বলেন, আমাদের মতো যারা নির্দিষ্ট মাসিক বেতনের ওপর জীবনযাপন করতে হয় তাঁদের জন্য সবকিছুই অনেক হিসাবে রাখা জরুরি হয়ে পড়ে। কোনো রকম ঝামেলা ছাড়াই পরিশোধ করা যায় দেখে আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট সব বিলই আমি বিকাশ দিয়ে পরিশোধ করি প্রায় দুই বছর হলো। প্রতি মাসেই পে-বিল বিবরণীর এই গ্রাফটা কোথায় কতটুকু সাশ্রয়ী হতে হবে সেই পথটা দেখায়। বিষয়টা বড় স্বস্তির।
বিকাশ অ্যাপ-এ পে-বিল বিবরণী যুক্ত করার এই উদ্যোগ সম্পর্কে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিল পরিশোধ সেবাতো আছেই সঙ্গে বিল পরিশোধের তথ্যকে সহজভাবে গ্রাহকের জন্য উপস্থাপনের এই সেবা যুক্ত করে গ্রাহককে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। বিকাশ অ্যাপ কেবল লেনদেন নয় গ্রাহকের লেনদেনের সিদ্ধান্তকেও সহজ করে দেবে এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। এখানে প্রযুক্তিগত বিনিয়োগ আছে, তবে গ্রাহকের স্বাচ্ছন্দ্যের জন্য এমন ধরনের আরও নানান বিষয় ভবিষ্যতে সংযুক্ত হয়ে বিকাশ অ্যাপ আরও বেশি গ্রাহকের জীবনের অংশ হয়ে উঠবে এটাই আমাদের আশা।’
রাতের খাবার শেষ করে সবে প্রিয় ফুটবল ক্লাবের খেলা দেখতে টিভির সামনে বসেছেন ফজলুর রহমান। হঠাৎ তাঁর স্ত্রী এসে বললেন তোমরা সবাই পুরো বাসার লাইট জ্বালিয়ে রাখো, এসি চালিয়ে রাখো দেখেই মাসে মাসে বিদ্যুৎ বিল এত বাড়ছে। খানিকটা অপরাধবোধ নিয়ে মোবাইল হাতে নিলেন ফজলুর রহমান। বিকাশ অ্যাপের পে-বিল অপশনে ঢুকে ‘পে-বিল বিবরণী’ গ্রাফটা দেখে একটা বিজয়ীর হাসি হাসলেন। স্ত্রী কে দেখালেন-দেখো ২০২৩ এর সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ছিল ৮ হাজার টাকা, এ বছরের সেপ্টেম্বর মাসেও তাই। বিল তো বাড়েনি। তখনকার মতো একটা সম্ভাব্য চিরাচরিত একটা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’ মিটে গেল বিকাশ অ্যাপের পে-বিল বিবরণীর কল্যাণে। কেবল ফজলুর রহমান নয় বিকাশ অ্যাপ থেকে ইউটিলিটি বিল পরিশোধের হিসাব খুব সহজেই পেয়ে যান বিকাশ গ্রাহক।
প্রত্যেক গ্রাহকের শেষ ২৪ মাসের পে-বিল এর তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চমৎকার গ্রাফ তৈরি করে দেয় বিকাশ অ্যাপ। তাতে মাসে কতো টাকা খরচ হয়েছে তার বিস্তারিত যুক্ত থাকে। একই সঙ্গে কোনো ধরনের বিল-যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট সহ অন্যান্য বিল কোনটা কতো পরিমাণ ছিল তার একটা তুলনামূলক উপস্থাপন দেখেতে পারেন গ্রাহক। গ্রাফিক দিয়ে উপস্থাপিত হওয়ায় এক নজরেই সামগ্রিক বিলের খরচ খুব সহজেই বুঝতে পারেন যেকোনো গ্রাহক। নিজের পছন্দানুসারে ৬,১২ অথবা ২৪ মাসের তুলনামূলক তথ্য অপশন থেকে নির্বাচন করে নিতে পারেন গ্রাহক।
সিলেটের গৃহিণী জেবা রহমানের জন্য পে-বিল বিবরণীটা তাঁর মিতব্যয়ী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। জেবা বলেন, আমাদের মতো যারা নির্দিষ্ট মাসিক বেতনের ওপর জীবনযাপন করতে হয় তাঁদের জন্য সবকিছুই অনেক হিসাবে রাখা জরুরি হয়ে পড়ে। কোনো রকম ঝামেলা ছাড়াই পরিশোধ করা যায় দেখে আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট সব বিলই আমি বিকাশ দিয়ে পরিশোধ করি প্রায় দুই বছর হলো। প্রতি মাসেই পে-বিল বিবরণীর এই গ্রাফটা কোথায় কতটুকু সাশ্রয়ী হতে হবে সেই পথটা দেখায়। বিষয়টা বড় স্বস্তির।
বিকাশ অ্যাপ-এ পে-বিল বিবরণী যুক্ত করার এই উদ্যোগ সম্পর্কে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিল পরিশোধ সেবাতো আছেই সঙ্গে বিল পরিশোধের তথ্যকে সহজভাবে গ্রাহকের জন্য উপস্থাপনের এই সেবা যুক্ত করে গ্রাহককে আমরা আরও সমৃদ্ধ করতে চাই। বিকাশ অ্যাপ কেবল লেনদেন নয় গ্রাহকের লেনদেনের সিদ্ধান্তকেও সহজ করে দেবে এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। এখানে প্রযুক্তিগত বিনিয়োগ আছে, তবে গ্রাহকের স্বাচ্ছন্দ্যের জন্য এমন ধরনের আরও নানান বিষয় ভবিষ্যতে সংযুক্ত হয়ে বিকাশ অ্যাপ আরও বেশি গ্রাহকের জীবনের অংশ হয়ে উঠবে এটাই আমাদের আশা।’
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি আবারও শ্লথ হয়ে পড়েছে। তিন মাসের ধারাবাহিক ঊর্ধ্বগতির পর ফেব্রুয়ারিতে এডিপি বাস্তবায়নের ব্যয় ২ হাজার ১৯৮ কোটি টাকা কমেছে, যা চলতি অর্থবছরের শেষ পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনায় প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে করলা ও শসা চাষ করে অনন্য সাফল্য অর্জন করেছেন সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব দশমিনা গ্রামের কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী নারী কৃষি উদ্যোক্তা খাদিজা বেগম (২৮)। স্বল্প খরচে অধিক উৎপাদন, কীটনাশকমুক্ত ও পরিবেশবান্ধব এই চাষপদ্ধতি উপজেলায় নতুন সম্ভাবনার দ্বার...
৫ ঘণ্টা আগেকুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের সীমা বাড়ানো হয়েছে। অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যথাক্রমে ২০ লাখ, ২ কোটি, ২৫ কোটি ও ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। নারী উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
৫ ঘণ্টা আগে