চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২: ০৫
Thumbnail image
চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: আজকের পত্রিকা

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার চট্টগ্রামের আগ্রাবাদের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের ঝিনুক হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে পরিচালনা পর্ষদের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিনসহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকেরা শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এ এস এইচ হেলাল উদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের ৩৮টি শাখার ব্যবস্থাপকেরা ও অপারেশনস ম্যানেজাররা এবং চট্টগ্রাম অঞ্চলের ৯টি উপশাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

এ সময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক একটি অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্যাংকটি গার্মেন্টস, কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। শাখা ব্যবস্থাপকদের প্রতি তিনি খেলাপি ঋণ পুনরুদ্ধার, নতুন আমানত সংযোজন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিপোজিট পণ্য বাজারে আনার ক্ষেত্রে উদ্যম দেখানোর ওপর তিনি জোর দেন। তার মতে, গ্রাহক আস্থা এবং সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান চট্টগ্রাম অঞ্চলের বড় বড় ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য আইনি ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত